National News

‘কপিল শর্মা শো’তেও থাকতে চান রাজনীতিক সিধু

পঞ্জাবে নয়া ইনিংসের শুরুতেই কি ঘূর্ণি পিচে ব্যাট করতে হবে নভজ্যোত সিংহ সিধুকে? রাজনীতির পাশাপাশি বিনোদনের ময়দানেও থাকতে চান সিধু। কিন্তু, তাতে বাধ সেধেছেন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৪:২৭
Share:

ছবি: সংগৃহীত।

পঞ্জাবে নয়া ইনিংসের শুরুতেই কি ঘূর্ণি পিচে ব্যাট করতে হবে নভজ্যোত সিংহ সিধুকে?

Advertisement

রাজনীতির পাশাপাশি বিনোদনের ময়দানেও থাকতে চান সিধু। কিন্তু, তাতে বাধ সেধেছেন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। এ নিয়ে আইনি পরামর্শ চান তিনি। যদিও সিধুর দাবি, রাজনীতির পাশাপাশি টেলিভিশনেও কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির থাকেন সিধু। সেখানে তাঁর জনপ্রিয়তাও আকাশছোঁয়া। সিধুর প্রশ্ন, “ওই শো করা সত্ত্বেও মানুষ আমাকে পাঁচ বার নির্বাচিত করেছে। তা হলে সেখান থেকে সরে আসব কেন?” সোমবারই অমরেন্দ্র সিংহ জানিয়েছিলেন, এ বিষয়ে অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন

‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’! বিশ্ব কবিতা দিবসের আগে শ্রীজাতর বিরুদ্ধে এফআইআর

‘দ্য কপিল শর্মা শো’তে নভজ্যোত সিংহ সিধু। ছবি: সংগৃহীত।

পঞ্জাবে কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর গত সপ্তাহেই রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন ৫৩ বছরের সিধু। সিধুর উপমুখ্যমন্ত্রী হওয়ার জল্পনাও ছিল প্রবল। কিন্তু, শেষমেশ তা আর হয়নি। বরং, আরও কম গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। অনেকের মতে, আসলে টেলিভিশনে কাজ চালিয়ে যাওয়ার জন্যই মুখ্যমন্ত্রীর কাছে কম গুরুত্বপূর্ণ দফতর চেয়েছেন সিধু স্বয়ং। যদিও এ সব জল্পনা পাত্তা দিতে রাজি নয় সিধু ক্যাম্প। ফেসবুকে একটি পোস্টে সিধুর স্ত্রী লিখেছেন, “দুটো শো-এর জন্য সপ্তাহে মাত্র পাঁচ ঘণ্টা সময় লাগে। আর তা-ও মাত্র শনিবার রাতে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement