INS Arnala

বঙ্গোপসাগরে চিনা ডুবোজাহাজের উপর নজরদারিতে সক্রিয় নৌসেনা, জলে ভাসল গার্ডেনরিচের আর্নালা

ডুবোজাহাজ বিধ্বংসী কর্ভেট শ্রেণির যুদ্ধজাহাজ আইএনএস আর্নালা নির্মাণ করেছে কলকাতার ‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:১৬
Share:

বিশাখাপত্তনম নৌঘাঁটিতে আইএনএস আর্নালা। ছবি: এক্স।

দেশীয় প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ বিধ্বংসী রণতরী আইএনএস আর্নালা ভাসল বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম নৌঘাঁটিতে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌসেনায় যুক্ত হল কর্ভেট শ্রেণির এই যুদ্ধজাহাজ। ওই কর্মসূচিতে ছিলেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অগভীর জলে চলাচলের ক্ষমতাসম্পন্ন কর্ভেট শ্রেণির এমন যুদ্ধজাহাজ এই প্রথম ভারতে তৈরি হল। সূত্রের খবর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে বিশেষত মায়ানমার উপকূলবর্তী এলাকায় চিনা পরমাণু ডুবোজাহাজের গতিবিধির উপর নজরদারির জন্য ‘সোনার’-সহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে আইএনএস আর্নালায়।

ডুবোজাহাজ বিধ্বংসী এই কর্ভেট তৈরি করেছে কলকাতার ‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। সোভিয়েত ইউনিয়ন জমানার ‘পেতিয়া’ শ্রেণির ডুবোজাহাজ বিধ্বংসী ফ্রিগেটের অনুকরণেই তৈরি করা হয়েছে অপেক্ষাকৃত ক্ষুদ্র উন্নততর প্রযুক্তির আর্নালা। ৭৭ মিটার দীর্ঘ, ১৪৯০ টন ওজনের এই যুদ্ধজাহাজ ‘ডিজেল ইঞ্জিন-ওয়াটারজেট প্রপালশন সিস্টেম’ দ্বারা চালিত। ফলে শত্রু যুদ্ধজাহাজ বা ডুবোজাহাজের অগম্য অগভীর জলেও চলাচল করতে পারে অনায়াসে। বস্তুত, আইএনএস আর্নালাই ভারতীয় নৌসেনার ‘ডিজেল ইঞ্জিন-ওয়াটারজেট প্রপালশন সিস্টেম’ পরিচালিত বৃহত্তম রণতরী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement