Navy sailor

পুরুষ থেকে নারী হয়ে চাকরি খোয়াচ্ছেন এই নৌসেনা কর্মী

ভারতীয় সেনা বাহিনীতে সেনা কর্মী হিসাবে মহিলাদের নিয়োগ নৈব নৈব চ! ফলে তাঁর চাকরি চলে যেতে পারে বলে সহকর্মীরা সতর্ক করে দিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৭ ১৪:০৯
Share:

ছবি সৌজন্যে ‘ইন্ডিয়া টুডে’।

ভিতরে ভিতরে নিজেকে পুরুষ হিসাবে মেনে নিতে চাননি কোনও দিনই। নারী সত্তাকে নিয়েই বেড়ে উঠেছেন। পরবর্তীতে চাকরি পেয়েছেন দেশের নৌ বাহিনীতে। কিন্তু, শরীরের সেই চাহিদাকে কোনও দিনই কাটিয়ে উঠতে পারেননি।

Advertisement

নিজের মনের অন্দরের কথা এক সময় সহকর্মীদের কাছে বলেও ফেলেছিলেন। শুনেই রে রে করে ওঠেন তাঁরা। কারণ, ভারতীয় সেনা বাহিনীতে সেনা কর্মী হিসাবে মহিলাদের নিয়োগ নৈব নৈব চ! ফলে তাঁর চাকরি চলে যেতে পারে বলে সহকর্মীরা সতর্ক করে দিয়েছিলেন। নিষেধ করেছিলেন লিঙ্গ বদলের মতো কোনও সিদ্ধান্ত নিতে।

আরও পড়ুন: ‘বাবা’র পালিত কন্যা হানিপ্রীত কি ডেরা-র নতুন দাবিদার? জল্পনা তুঙ্গে​

Advertisement

আরও পড়ুন: বন্‌ধের বাজারেও পাহাড় জুড়ে শুধু রাম রহিম

কিন্তু, মনের ইচ্ছার কাছে শেষ পর্যন্ত হার মানতেই হয়েছে। মাস কয়েক আগেই অস্ত্রোপচার করে নিজের পুরুষ সত্তাকে মুছে ফেলেন তিনি। ‘ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত খবর অনুযায়ী, পুরুষ থেকে নারীতে পরিণত হওয়ার পর স্বাভাবিক নিয়মেই ওই নাবিকের এখন চাকরি যাওয়ার মুখে। শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়াও। তবে নৌবাহিনীর এই পদক্ষেপ নিয়ে কোনও ক্ষোভ নেই এই নৌসেনা কর্মীর। বর্তমানে বিশাখাপত্তনমের আইএনএস একসিলাতে কর্মরত ওই নাবিকের প্রসঙ্গে তাঁর এক সহকর্মী ‘মেল টুডে’কে জানান, নারী পরিচিতির পর থেকেই শাড়ি পরছেন তিনি। লম্বা চুলও রাখছেন। ভারতীয় সেনার ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি বলেও জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement