Draft Electoral Rolls

পশ্চিমবঙ্গ-সহ ন’টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা থেকে বাদ সাড়ে ছ’কোটি ভোটার, জানাল কমিশন

নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভোটারের নাম আপাতত বাদ পড়েছে উত্তরপ্রদেশে— প্রায় ২ কোটি ৮৯ লক্ষ। যা কিনা দেশের বৃহত্তম রাজ্যটির মোট ভোটারের তুলনায় ১৮.৭ শতাংশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ২১:৫৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পশ্চিমবঙ্গ-সহ দেশের ন’টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-পর্বের প্রাথমিক খসড়া তালিকা থেকে প্রায় সাড়ে ছ’কোটি ভোটারের নাম আপাতত বাদ পড়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, লোকসভা ভোটের সময় সংশ্লিষ্ট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৫০ কোটি ৯০ লক্ষ ভোটার ছিলেন। এনুমারেশন-পর্ব শেষে তা কমে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৮০ লক্ষে।

Advertisement

বিহারের পরে দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি এই তালিকায় রয়েছে তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর। ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছিল। এর পরে কয়েকটি রাজ্যকে বাড়তি সময় দিয়েছিল কমিশন। ৬ জানুয়ারি (মঙ্গলবার) সর্বশেষ রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।

নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভোটারের নাম আপাতত বাদ পড়েছে উত্তরপ্রদেশে— প্রায় ২ কোটি ৮৯ লক্ষ। যা কিনা দেশের বৃহত্তম রাজ্যটির মোট ভোটারের তুলনায় ১৮.৭ শতাংশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় ভোটার তালিকায় উত্তরপ্রদেশে ভোটার তালিকায় ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটারের নাম ছিল। এনুমারেশন-পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ভোটারের নাম। অর্থাৎ, বাদ পড়েছে ২ কোটি ৮৯ লক্ষ। অন্য দিকে, পশ্চিমবঙ্গে খসড়া তালিকায় ৭.৬ শতাংশ ভোটার বাদ পড়েছে। অঙ্কের হিসাবে ৫৮ লক্ষ ২০ হাজারের সামান্য বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement