(বাঁদিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডানদিকে)। —ফাইল চিত্র।
এক মাসের মধ্যে দ্বিতীয় বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন কথা বললেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ বারের আলোচনার বিষয় ছিল, নয়াদিল্লি-তেল আভিভ দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব। বুধবার মোদী নিজেই নেতানিয়াহুর সঙ্গে কথোপকথনের কথা জানিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বুধবার লিখেছেন, ‘‘আমার বন্ধু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে পেরে এবং তাঁকে ও ইজ়রায়েলের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত। আমরা আগামী বছরে ভারত-ইজ়রায়েল কৌশলগত অংশীদারিত্ব আরও সুসংবদ্ধ করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আমরা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছি এবং আরও দৃঢ়তার সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের যৌথ সংকল্প পুনর্ব্যক্ত করেছি।’’ এর আগে গত ১০ ডিসেম্বর মোদীকে ফোন করেছিলেন নেতানিয়াহু। সে দিন দুই রাষ্ট্রনেতার আলোচনায় কেন্দ্রে ছিল গাজ়া পরিস্থিতি।
২০২৩ সালের ৭ অক্টোবর প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাসের হামলার জবাবে নেতানিয়াহু গাজ়ায় সেনা অভিযানের নির্দেশ দেওয়ার পরে ফোনে কথা হয়েছিল দুই রাষ্ট্রনেতার। চলতি বছরের জুনে ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণুকেন্দ্রে ইজ়রায়েলি বিমানহানার ‘ব্যাখ্যা’ এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মোদীকে অবহিত করতে ফোন করেছিলেন নেতানিয়াহু। প্রসঙ্গত, ভারত দীর্ঘ কয়েক দশক ধরেই ইজ়রায়েল-প্যালেস্টাইন সমস্যার সমাধানে ‘দু’টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে’র পক্ষে সওয়াল করেছে। কিন্তু ইজ়রায়েল কখনওই তা মানতে চায়নি। মোদীর জমানায় নয়াদিল্লি-তেল আভিভ সম্পর্ক নিবিড় হলেও এখনও ভারত সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সমস্যা সমাধানের পক্ষে। সরাসরি গাজ়া প্রসঙ্গের উল্লেখ না-করে মোদী জানিয়েছেন, বুধবার নেতানিয়াহুর সঙ্গে তাঁর আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির মতো বিষয়ও এসেছে।