SIR in Uttar Pradesh

উত্তরপ্রদেশে এসআইআরের প্রথম পর্বেই বাদ ২.৮৯ কোটি ভোটার! পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় পাঁচ গুণ নাম ছাঁটাই হল

২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশে ভোটার তালিকায় ১৫ কোটি ৪৪ লক্ষ নাম ছিল। এনুমারেশন-পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ভোটারের নাম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৬:০৬
Share:

যোগী আদিত্যনাথ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তিন দফায় সময়সীমা বাড়ানোর পরে অবশেষে উত্তরপ্রদেশে এসআইআর-পর্বের প্রথম ধাপের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। এনুমারেশন ফর্ম জমা ও যাচাই পর্বের পরে যোগী আদিত্যনাথেকর রাজ্যে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম। অর্থাৎ, পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ গুণ!

Advertisement

২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় ভোটার তালিকায় উত্তরপ্রদেশে ভোটার তালিকায় ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটারের নাম ছিল। এনুমারেশন-পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ভোটারের নাম। অর্থাৎ, বাদ পড়েছে ২ কোটি ৮৯ লক্ষ। যা কিনা দেশের বৃহত্তম রাজ্যটির মোট ভোটারের তুলনায় ১৮.৭০ শতাংশ।

আপাতত বাদ পড়া ভোটারের তালিকা— পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রভনীত রিনওয়া জানিয়েছেন, যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের মধ্যে ৪৬ লক্ষ ২৩ হাজার মৃত ভোটার রয়েছেন। এ ছাড়া, দু’জায়গায় নাম রয়েছে এমন ভোটার (ডুপ্লিকেট) ২৫ লক্ষ ৪৭ হাজার, স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার ২ কোটি ১৭ লক্ষ। এঁদের নামও খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি, খসড়া তালিকায় নাম রয়েছে এমন ১ কোটি ৪০ লক্ষ ভোটারকে নথি দেখানোর জন্য শুনানিপর্বে হাজির হতে নোটিস পাঠানো হচ্ছে। ৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Advertisement

পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে খসড়া তালিকায় ৭.৬ শতাংশ ভোটার বাদ পড়েছিল। অঙ্কের হিসাবে ৫৮ লক্ষ ২০ হাজারের সামান্য বেশি। বিজেপির একটি সূত্রের খবর, বিপুল সংখ্যক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে আঁচ পেয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই ঘনিষ্ঠমহলে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা ২০২৭ সালের বিধানসভা ভোটে তাঁকে হারাতে সচেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ এক প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রী। ঘটনাচক্রে, সোমবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন আদিত্যনাথ। তিনি দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement