arvind kejriwal

‘৩ কোটি টিকা পাঠালে ৩ মাসেই সবাইকে টিকা দিয়ে দেব’, বললেন কেজরী

দিল্লির মুখ্যমন্ত্রী জানান, ২৫০-৩০০ স্কুলকে টিকাকরণ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১৮:৫৪
Share:

অরবিন্দ কেজরীবাল ফাইল চিত্র

কেন্দ্রের কাছে টিকার সরবরাহ বাড়ানোর আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। পর্যাপ্ত টিকা হাতে পেলেই আগামী তিন মাসের মধ্যে দিল্লির সব নাগরিককে সরকার প্রতিষেধক দিয়ে দেবে বলে জানান তিনি।

Advertisement

শনিবার কেন্দ্রের উদ্দেশে কেজরী বলেন, দিল্লির নাগরিকদের টিকা দিতে তিন কোটি ডোজ লাগবে। প্রত্যেক মাসে ৮০-৮৫ লক্ষ ডোজের সরবরাহ সম্ভব হলেই তিন মাসের মধ্যে টিকাকরণের কাজ সম্পূর্ণ হবে। তাঁর কথায়, ‘‘দিল্লিতে ১৮ বছরের ঊর্ধ্বে দেড় কোটি মানুষ বসবাস করেন। সেই হিসাবেই তিন কোটি ডোজ প্রয়োজন। এখনও পর্যন্ত দিল্লি সরকার মাত্র ৪০ লক্ষ ডোজই পেয়েছে। আরও ২.৬ কোটি ডোজ দরকার।’’

Advertisement

টিকাকরণের পরিকল্পনা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ২৫০-৩০০ স্কুলকে টিকাকরণ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। তিনি দাবি করেন, গাজিয়াবাদ এবং নয়ডা থেকেও লোকে দিল্লিতেই আসছেন টিকা নিতে। বর্তমানে দিল্লিতে দিনে এক লক্ষ মানুষকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে। কেজরীবাল বলেন, ‘‘এই মুহূর্তে দিল্লির সরকারের হাতে ৫-৬ দিনের মতো ডোজ অবশিষ্ট রয়েছে।’’ প্রাপ্তবয়স্করা টিকা পেলেও শিশুদের জন্য এখনও সেই ভাবে কোনও টিকা বাজারে আসেনি। তা নিয়েও যথেষ্ঠ উদ্বিগ্ন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন