National News

৫ বছরের মেয়েকে ১৫ তলা থেকে ছুড়ে ফেললেন প্রতিবেশী কাকিমা

তুমুল বচসার জেরে প্রতিবেশীর পাঁচ বছরের মেয়েকে ১৫ তলা থেকে ছুড়ে ফেললেন এক মহিলা। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালিকার। সোমবার মধ্য মুম্বইয়ের বাইকুল্লার ওই বহুতলের ঘটনায় অভিযুক্ত মহিলাকে এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ১১:৫২
Share:

তুমুল বচসার জেরে প্রতিবেশীর পাঁচ বছরের মেয়েকে ১৫ তলা থেকে ছুড়ে ফেললেন এক মহিলা। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালিকার। সোমবার মধ্য মুম্বইয়ের বাইকুল্লার ওই বহুতলের ঘটনায় অভিযুক্ত মহিলাকে এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ।

Advertisement

আরও পড়ুন

চরিত্রের প্রশ্ন তুলে ডিস্কোয় মার দুই তরুণীকে

Advertisement

ঠিক কী ঘটেছিল?

পুলিস সূত্রে খবর, মৃতের মা পেশায় ট্র্যাফিক কনস্টেবল। বাইকুল্লার এমএইচএডিএ কমপ্লেক্স-এর বিঘ্নহর্তা বিল্ডিংয়ের ১৫ তলার ফ্ল্যাটে থাকেন ওই দুই মহিলা। ফ্ল্যাট আলাদা হলেও তাঁরা একই ব্যালকনি শেয়ার করেন। ওই বহুতলের বাসিন্দাদের দাবি, গত কাল দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই কনস্টেবলের সঙ্গে তাঁর প্রতিবেশী মহিলার তুমুল ঝগড়া শুরু হয়। তখনকার মতো ঝগড়ার মিটমাট হলেও কিছু ক্ষণ পরে অভিযুক্ত মহিলা ফিরে আসেন ব্যালকনিতে। সেখান থেকেই নাবালিকাকে নীচে ছুড়ে ফেলেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কেন ওই মহিলাকে গ্রেফতার করেনি পুলিশ তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। তবে পুলিশ জানিয়েছে, এখনও তদন্ত চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement