— প্রতিনিধিত্বমূলক চিত্র।
অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্টদের জোগাড় করে দিতেন ভারতীয় সিমকার্ড! সেই সিম ব্যবহার করে ভারতেরই বহু নাগরিকের সঙ্গে যোগাযোগ করে কৌশলে হাতিয়ে নেওয়া হত নানা সংবেদনশীল তথ্য। এ বার এমনই অভিযোগ উঠেছে ভারতে বসবাসকারী এক নেপালি নাগরিকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রভাত কুমার চৌরাশিয়া। ৪৩ বছর বয়সি প্রভাত নেপালের বীরগঞ্জ এলাকার বাসিন্দা। অপারেশন সিঁদুরের সময় তাঁকে ভুলিয়েভালিয়ে সিমকার্ড সরবরাহে রাজি করিয়েছিল পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। অভিযোগ, প্রভাতকে প্রতিশ্রুতি দেওয়া হয়, কাজ হাসিল করতে পারলে মার্কিন ভিসা এবং আমেরিকায় সাংবাদিকতার চাকরি পাইয়ে দেওয়া হবে। সেই মতো নিজের আধার কার্ড ব্যবহার করে এক বেসরকারি টেলিকম সংস্থা থেকে অন্তত ১৬টি সিমকার্ড কেনেন প্রভাত। তার পর সেগুলি পাঠিয়ে দেন নেপালে। সেখান থেকে সিমগুলি পাকিস্তানে আইএসআই এজেন্টদের কাছে পাচার করা হয়।
দিল্লি পুলিশের দাবি, অপারেশন সিঁদুরের সময় ওই সিমগুলির মধ্যে অন্তত ১১টি লাহোর, ভাওয়ালপুর-সহ পাকিস্তানের একাধিক জায়গা থেকে সচল হতে দেখা গিয়েছিল। ওই সিম ব্যবহার করে হোয়াট্সঅ্যাপ এবং বিভিন্ন সমাজমাধ্যমে একাধিক ভুয়ো অ্যাকাউন্টও বানানো হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার পূর্ব দিল্লির লক্ষ্মীনগর এলাকা থেকে প্রভাতকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে বেশ কয়েকটি বৈদ্যুতিন ডিভাইস এবং সিমকার্ডের খালি প্যাকেট মিলেছে। নেপালি ওই নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে সহায়তার অভিযোগ উঠেছে। মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১৫২-সহ একাধিক ধারায়।