Love Jihad

ভিন্ ধর্মে বিয়ে রুখতে কড়া আইন আনা হবে, জানাল মধ্যপ্রদেশ সরকার

এই আইন ভঙ্গ করলে পাঁচ বছরের কারাদণ্ডের বিষয়ে চিন্তাভাবনা চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৪:৩৩
Share:

প্রতীকী ছবি।

উত্তরপ্রদেশ, কর্নাটক এবং হরিয়ানার পর এ বার মধ্যপ্রদেশ সরকারও জানিয়ে দিল, ‘লভ জিহাদ’ রুখতে দ্রুত আইন আনবে তারা। বিধানসভার পরবর্তী অধিবেশনেই এ নিয়ে বিল আনা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

তিনি জানান, এই আইন ভঙ্গ করলে পাঁচ বছরের কারাদণ্ডের বিষয়ে চিন্তাভাবনা চলছে। শুধু তাই নয়, জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হবে। এই ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও যাঁরা জড়িত থাকবেন তাঁদেরও মূল অভিযুক্ত হিসেবে ধরা হবে। মিশ্র বলেন, “স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করে বিয়ে করতে গেলেও এক মাস আগে জেলাশাসকের কাছে আবেদন করতে হবে।”

গত ৬ নভেম্বর কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানান, তাঁর সরকার ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে আইন আনার চিন্তাভাবনা শুরু করেছে। ওই একই দিনে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানান হরিয়ানা সরকারও এর বিরুদ্ধে আইন আনবে। সাধারণত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি ‘লাভ জিহাদ’ শব্দবন্ধটি ব্যবহার করে। তাদের যুক্তি, মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করায়। চলতি বছর ফেব্রুয়ারিতেই সংসদে কেন্দ্র জানিয়েছিল, কোনও কেন্দ্রীয় সংস্থাই ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি। আইনেও ‘লাভ জিহাদে’র অস্তিত্ব নেই।

Advertisement

আরও পড়ুন: আগামী বছরের শেষে স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি, দাবি জার্মান টিকা সংস্থার কর্তার

দিন কয়েক আগে হরিয়ানার ফরিদাবাদের কাছে বল্লভপুরে একটি প্রেমের ঘটনাকে কেন্দ্র করে নিকিতা তোমর নামের ২১ বছরের এক তরুণীকে কলেজের সামনেই গুলি করে খুন করা হয়। অভিযুক্ত দুই যুবকই ভিন্ন ধর্মের। অভিযোগ ওঠে ‘লভ জিহাদ’-এর। তার পরই বিজেপি শাসিত তিন রাজ্য উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং কর্নাটক এ নিয়ে সুর চড়াতে শুরু করে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন