দাওট্যাক্স নিয়ে নির্দেশ পরিষদের

ডিমা হাসাও জেলায় ব্যবসা করতে হলে ‘দাওট্যাক্স পাস’ থাকা বাধ্যতামূলক। এমনই ঘোষণা করল উত্তর কাছাড় পার্বত্য পরিষদ কর্তৃপক্ষ। একটি নির্দেশে জানানো হয়েছে, ওই পাস কারও কাছে না থাকলে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন দাখিল করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাফলং শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২৪
Share:

ডিমা হাসাও জেলায় ব্যবসা করতে হলে ‘দাওট্যাক্স পাস’ থাকা বাধ্যতামূলক। এমনই ঘোষণা করল উত্তর কাছাড় পার্বত্য পরিষদ কর্তৃপক্ষ। একটি নির্দেশে জানানো হয়েছে, ওই পাস কারও কাছে না থাকলে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন দাখিল করতে হবে।

Advertisement

প্রশাসনের বক্তব্য, ডিমা হাসাও জেলায় বহিরাগত অনেকেই ব্যবসা করছেন। তাঁদের মধ্যে বেশির ভাগের কাছেই দাওট্যাক্স পাস নেই। পার্বত্য পরিষদের বক্তব্য, ষষ্ঠ তপসিলির নিয়ম অনুসারে, বহিরাগত ব্যবসায়ীদের কাছে ওই পাস থাকা বাধ্যতামূলক। যাঁদের কাছে তা রয়েছে, সেগুলি নবীকরণ করতে হবে। বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গারলোসার নেতৃত্বে কার্যনির্বাহী কমিটি ওই সিদ্ধান্ত নিয়েছে। কিছু দিনের মধ্যে এ নিয়ে অভিযান শুরু করা হবে।

আজ সরকারি নির্দেশে জানানো হয়, জেলার ব্যবসায়ীদের কাছে দাওট্যাক্স পাস রয়েছে কি না, তা দেখতে পরিষদ কর্তৃপক্ষ অভিযান করবে। কেউ ওই পাস দেখাতে না পারলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

উত্তর কাছাড় স্বশাসিত পার্বত্য পরিষদের এমন সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীদের একাংশ। সঙ্কটে পড়েছেন জেলার ক্ষুদ্র ব্যবসায়ীরাও। তাঁরা বলছেন, দাওট্যাক্স পাস পেতে হলে তাঁদের অতিরিক্ত টাকা দিতে হবে। পার্বত্য পরিষদ সুত্রে জানা গিয়েছে, রাজস্ব বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন