মহকুমা হবে উমরাংশু

ডিমা হাসাও জেলা ফের একটি নতুন মহকুমা পেতে চলছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংশুকে সদর কার্যালয় করে ডিমা হাসাও জেলার নতুন ওই মহকুমা গঠনের প্রস্তুতি প্রায় শেষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাফলং শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০৩:২৫
Share:

ডিমা হাসাও জেলা ফের একটি নতুন মহকুমা পেতে চলছে।

Advertisement

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংশুকে সদর কার্যালয় করে ডিমা হাসাও জেলার নতুন ওই মহকুমা গঠনের প্রস্তুতি প্রায় শেষ। আগামী ২ অক্টোবর উমরাংশুকে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করা হতে পারে। মহকুমার নাম নিয়ে সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু প্রশাসনের কয়েক জন শীর্ষ কর্তা জানিয়েছেন, নতুন মহকুমার নাম হতে পারে কপিলি।

উদ্যোগনগরী হিসেবে পরিচিত হলেও, উমরাংশু বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছে। সেখানে সড়কের মতো কয়েকটি পরিকাঠামো একেবারেই বেহাল। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য মারটিন টেরন বলেন, ‘‘উমরাংশুতে নিপকো থেকে শুরু করে সিমেন্টের মতো বড় উদ্যোগ রয়েছে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ সেগুলি থেকে রাজস্ব সংগ্রহ করে। আশির দশক থেকে সেখানকার মানুষ মহকুমার দাবি করে আসছিল। উমরাংশু মহকুমা হলে প্রশাসনিক কাজ সহজ হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সমস্যা দূর হবে।’’ মারটিনের বক্তব্য, ‘‘তিন দশক পর সরকার উমরাংশু এলাকার মানুষের দাবির দিকে গুরুত্ব দিয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন