স্বরাষ্ট্র মন্ত্রকের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সচিব নিযুক্ত হলেন প্রথম বাঙালি মহিলা আইপিএস অফিসার রিনা মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে এই পদে নিযুক্ত করেছেন। এই পদেও তিনি প্রথম মহিলা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাওবাদী দমন অভিযান, সন্ত্রাস মোকাবিলার দায়িত্ব তাঁর উপরে ন্যস্ত থাকবে। ১৯৮৩-র ব্যাচে মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস রিনাদেবী আগে সিবিআইতে ছিলেন। এ ছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্রিমিনোলজি অ্যান্ড ফরেন্সিক সায়েন্সেরও প্রধান ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেল বোর্ডেও ছিলেন। রিনাদেবীর বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটির চুড়ুরি গ্রামে।