ফের নজির বাঙালি মহিলা আইপিএসের

স্বরাষ্ট্র মন্ত্রকের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সচিব নিযুক্ত হলেন প্রথম বাঙালি মহিলা আইপিএস অফিসার রিনা মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে এই পদে নিযুক্ত করেছেন।

Advertisement
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ০২:৫০
Share:

স্বরাষ্ট্র মন্ত্রকের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সচিব নিযুক্ত হলেন প্রথম বাঙালি মহিলা আইপিএস অফিসার রিনা মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে এই পদে নিযুক্ত করেছেন। এই পদেও তিনি প্রথম মহিলা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাওবাদী দমন অভিযান, সন্ত্রাস মোকাবিলার দায়িত্ব তাঁর উপরে ন্যস্ত থাকবে। ১৯৮৩-র ব্যাচে মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস রিনাদেবী আগে সিবিআইতে ছিলেন। এ ছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্রিমিনোলজি অ্যান্ড ফরেন্সিক সায়েন্সেরও প্রধান ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেল বোর্ডেও ছিলেন। রিনাদেবীর বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটির চুড়ুরি গ্রামে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement