উদ্ধার হওয়া সেই চিরকুট! ছবি: সংগৃহীত।
অনেক ক্ষণ ধরেই কান্নার শব্দ ভেসে আসছিল। প্রথমে সেই ভাবে কেউই গুরুত্ব দেননি। কিন্তু কান্না না থামায় সন্দেহ হয় স্থানীয়দের। খুঁজতে বেরিয়ে তাঁরা বুঝতে পারেন, রাস্তার জঞ্জালের বাক্স থেকে কান্নার আওয়াজ আসছে। এর পর সেই বাক্স খুলতেই দেখা যায়, ভিতরে একটা কোলের শিশু! কেউ ফেলে রেখে গিয়েছেন। পাশে একটি চিরকুটও পড়ে রয়েছে। ইংরেজিতে তাতে লেখা, ‘সরি’!
শনিবার নভি মুম্বইয়ের পানভেল এলাকার টাক্কা কলোনিতে ঘটনাটি ঘটেছে। শিশুকে জঞ্জাল থেকে উদ্ধার করার পরেই পুলিশে খবর দেন স্থানীয়েরা। পুলিশ এসে শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। রবিবার পুলিশ জানিয়েছে, শিশুটির বয়স তিন। চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করেছেন। আপাতত সে স্থিতিশীল।
পুলিশের অনুমান, মা-বাবাই শিশুটিকে জঞ্জালের বাক্সে ফেলে গিয়েছেন। যে চিরকুটটি উদ্ধার হয়েছে, তা থেকে তদন্তকারীরা মনে করছেন, শিশুটির বাড়ির অবস্থা ভাল নয়। হয়তো সংসারে টানাটানি চলছে। শিশুটিকে বড় করে তোলা তাঁদের পক্ষে সম্ভব নয় ভেবেই মা-বাবা এ কাজ করেছেন বলে মনে করছে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় পানভেল টাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে। শিশুটির মা-বাবার খোঁজ চলছে।