Uttar Pradesh

গঙ্গায় ভাসছিল কাঠের বাক্স, খুলতেই মিলল শিশুকন্যা

গুল্লু জানিয়েছেন যে তিনি মনে করেন তাঁকে এই কন্যা শিশুটিকে উপহার দিয়েছে গঙ্গা নদী। তাই তিনি শিশুকন্যাকে বড় করতে চান।

Advertisement

সংবাদ সংস্থা

গাজিপুর শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৩:৫৫
Share:

কাঠের বাক্সে শিশুকন্যা সংগৃহীত ছবি

গঙ্গায় ভাসছিল একটি কাঠের বাক্স। স্থানীয় নৌকার মাঝি গুল্লু চাহুধারী সেটি দেখতে পেয়ে তুলে নেন। বাক্স খুলেই তাঁর চোখ কপালে ওঠে। দেখেন বাক্সের ভেতরে রয়েছে এক সদ্যোজাত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরের দাদরি ঘাটের কাছে। গুল্লু জানিয়েছেন, তিনি মনে করেন তাঁকে এই শিশুকন্যাকে উপহার দিয়েছে গঙ্গা নদী। তাই তিনি শিশুটিকে বড় করতে চান। শিশুটি যে বাক্সে ছিল সেই বাক্সটি দেব-দেবীদের ছবি লাগানো ছিল। এছাড়াও শিশুর রাশিফলও রাখা ছিল।

Advertisement

পুলিশ জানিয়েছে, শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি কার কাছে থাকবে, সে সম্পর্কে তারা আপাতত নীরব। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার বাবা-মায়ের খোঁজ চলছে।

নৌকার মাঝির প্রশংসা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, সরকার ওই শিশুটির লালন-পালনের ব্যবস্থা করবে। কৃতজ্ঞতা হিসাবে মাঝি সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন