অপহরণের খবরে শঙ্কা আলগাপুরে

ছেলেধরা আতঙ্কে ঘেরা হাইলাকান্দিতে অপহরণকারীদের ‘খপ্পর’ থেকে পালিয়ে বাঁচলেন এক যুবক।স্থানীয় সূত্রে খবর, আলগাপুর এলাকার বাসিন্দা মইনউদ্দিন বড়ভুঁইঞার ২০ বছরের ছেলে ফকরুল ইসলাম গত কাল সন্ধেয় নিখোঁজ হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০৩:৫৮
Share:

ছেলেধরা আতঙ্কে ঘেরা হাইলাকান্দিতে অপহরণকারীদের ‘খপ্পর’ থেকে পালিয়ে বাঁচলেন এক যুবক।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, আলগাপুর এলাকার বাসিন্দা মইনউদ্দিন বড়ভুঁইঞার ২০ বছরের ছেলে ফকরুল ইসলাম গত কাল সন্ধেয় নিখোঁজ হয়ে যায়। বাজারে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে তাঁর ফোন পান ভাই আবুল হুসেন। ফকরুল জানান, তাঁকে কয়েক জন লোক জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। হাইলাকান্দি কলেজ পুলিশ ফাঁড়ি, আলগাপুর থানায় এর পরই অপহরণের মামলা দায়ের করা হয়। পুলিশ দ্রুত তল্লাশিতে নামে। রাত ১১টা নাগাদ কাটলিছড়ার ধলাইমলাই এলাকার একটি নির্জন জায়গায় তাঁর খোজ মেলে। ফকরুলকে হাইলাকান্দির এস কে রায় হাসপাতালে ভর্তি করা হয়।

তাঁর ভাই আবুল হুসেন জানান, আজ সকালে ফকরুল তাঁদের জানান, তাঁকে আলগাপুর থেকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল অপহরণকারীরা। রাস্তায় গাড়ি থামিয়ে দুষ্কৃতীরা ফোনে কথা বলছিল। সেই সুযোগে ফকরুল গাড়ি থেকে নেমে পালায়। অপহরণকারীরা তার পিছু ধাওয়া করলেও, ফকরুলকে ধরতে পারেনি।

Advertisement

হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার রাজমোহন রায় অবশ্য এই ঘটনাকে অপহরণ বলে মানতে রাজি নন। তাঁর বক্তব্য, ওই যুবক নিজে ফোন করে অপহরণের খবর দিয়েছিলেন। ওই পুলিশকর্তার বক্তব্য, সম্ভবত ওই যুবক মানসিক ভাবে সুস্থ নন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement