Rat Attack

হাসপাতালে সদ্যোজাতকে ইঁদুরের কামড়: কী ঘটেছিল, মধ্যপ্রদেশ সরকারের থেকে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

মধ্যপ্রদেশের ওই হাসপাতালে চিকিৎসা পরিষেবায় গাফিলতির অভিযোগ জমা পড়েছে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে। একই সঙ্গে সেখানে মৌলিক স্বাস্থ্যবিধি এবং রোগীদের জন্য সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই বলেও অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫
Share:

মধ্যপ্রদেশের হাসপাতালে সদ্যোজাতদের ইঁদুরের কামড়ের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। —প্রতীকী চিত্র।

মধ্যপ্রদেশের হাসপাতালে সদ্যোজাতকে ইঁদুরের কামড়ের অভিযোগে এ বার পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন। মধ্যপ্রদেশের স্বাস্থ্য দফতর এবং ইনদওরের জেলাশাসককে নোটিস পাঠিয়েছে কমিশন। ওই অভিযোগের যথাযথ অনুসন্ধান করে স্বাস্থ্য দফতর এবং জেলাশাসককে ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Advertisement

মধ্যপ্রদেশের সরকারি স্বাস্থ্য পরিষেবার অন্যতম বড় কেন্দ্র হল মহারাজা যশবন্তরাও চিকিৎসালয়। ওই হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (নিকু)-এ ভর্তি দুই সদ্যোজাতকে ইঁদুরে কামড়েছে বলে অভিযোগ। গত ২ অগস্ট ওই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে যায়। এরই মধ্যে গত ৪ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের কাছ অভিযোগ জমা পড়ে। ওই অভিযোগের প্রেক্ষিতেই এ বার মধ্যপ্রদেশ সরকার এবং জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করল কমিশন।

ওই হাসপাতালে চিকিৎসা পরিষেবায় গাফিলতির অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। একই সঙ্গে সেখানে মৌলিক স্বাস্থ্যবিধি এবং রোগীদের জন্য সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই বলেও অভিযোগ। এই ধরনের ঘটনা মানুষের জীবন এবং স্বাস্থ্যের অধিকারের পরিপন্থী বলে কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। কমিশন জানিয়েছে, এই ধরনের ঘটনাগুলিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলেই মনে করছে তারা।

Advertisement

বস্তুত, সদ্যোজাতদের ইঁদুর কামড়ানোর অভিযোগটি প্রথম প্রকাশ্যে আসার পরেই পদক্ষেপ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ওই ঘরের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখেন তাঁরা। তাতে দেখা যায়, সদ্যোজাতদের আশপাশে ঘুরে বেড়াচ্ছে কয়েকটি ইঁদুর। তা থেকেই সন্দেহ, সদ্যোজাতদের কামড়েছে ইঁদুরগুলি।

ওই ঘটনার পরে হাসপাতাল সুপার চিকিৎসক অশোক যাদব জানিয়েছিলেন, দুই শিশুই নিরাপদ রয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করা হচ্ছে। ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। রোগীদের আত্মীয়দের বাইরের খাবার ওয়ার্ডে না আনার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনায় কারও কোনও গাফিলতি থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও আশ্বস্ত করেন হাসপাতালের সুপার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement