পঠানকোট জঙ্গি হামলার তদন্তকারী অফিসারকে গুলি করে হত্যা

পঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার তদন্তকারী সংস্থা এনআইএ-র এক অফিসারকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। ডিএসপি মহম্মদ তানজিল পঠানকোটে হামলার তদন্তের দায়িত্বে ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ০৯:৫৬
Share:

পঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার তদন্তকারী সংস্থা এনআইএ-র এক অফিসারকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। ডিএসপি মহম্মদ তানজিল পঠানকোটে হামলার তদন্তের দায়িত্বে ছিলেন। পরিবারের সঙ্গে শনিবার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে নিজের গাড়ি চালিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন তানজিল। সেই সময় উত্তরপ্রদেশের বিজনৌরের কাছে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে তাঁর গাড়ি আটকায়। তার পর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তানজিল ও তাঁর পরিবারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা তানজিলকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আঙত হয়ে তাঁর স্ত্রী দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পঠানকোট হামলা ছাড়াও অন্যান্য জঙ্গি হামলার তদন্তের দায়িত্বেও ছিলেন এনআইএ-র এই ডেপুটি পুলিশ সুপার।

কোনও ব্যক্তিগত শত্রুতা থেকে হামলা হল নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে। সেটাই এখন খোঁজার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন...

দুই জঙ্গির খোঁজে চলছে তোলপাড়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন