Delhi Blast

জম্মু-কাশ্মীরে অনন্তনাগের জঙ্গলে এনআইএ-র তল্লাশি, দিল্লিতে বিস্ফোরণের আগে এখানেই বোমার পরীক্ষা করেন চিকিৎসক উমর!

তদন্তকারী সূত্রের খবর, জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং বিস্ফোরণকাণ্ডে ধৃত দুই চিকিৎসক আদিল রাথর এবং জসির বিলাল ওয়ানিকে সঙ্গে নিয়ে মট্টানের জঙ্গলে গিয়েছে এনআইএ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১২:৪৪
Share:

দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত যুবক উমর উন নবি। ফাইল চিত্র।

দিল্লির বিস্ফোরণের কাণ্ডের রেশ পৌঁছোল জম্মু-কাশ্মীরের অনন্তনাগের মট্টানের জঙ্গলে। মঙ্গলবার সকাল থেকে ওই জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তদন্তকারী সূত্রের খবর, দিল্লিতে বিস্ফোরণের আগে অনন্তনাগের এই জঙ্গলে বোমা নিয়ে এসেছিলেন অভিযুক্ত চিকিৎসক উমর। সেই বোমার পরীক্ষা করা হয় সেখানে। পরীক্ষা সফল হওয়ায় তার পরই দিল্লির একাধিক জায়গায় বিস্ফোরণের জন্য বোমা নিয়ে যাওয়া হয় জম্মু-কাশ্মীর থেকে।

Advertisement

তদন্তকারী সূত্রের খবর, জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং বিস্ফোরণকাণ্ডে ধৃত দুই চিকিৎসক আদিল রাথর এবং জসির বিলাল ওয়ানিকে সঙ্গে নিয়ে মট্টানের জঙ্গলে গিয়েছে এনআইএ। কোথায় বোমার পরীক্ষা করা হয়েছিল, সেই জায়গাটি চিহ্নিত করার জন্য ধৃত দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তকারী এক সূত্রের খবর, এই জঙ্গলেই বেশ কিছু দিন ধরে আশ্রয় নিয়েছিলেন চিকিৎসক উমর। বোমা তৈরির পর এখানে পরীক্ষা করেছিলেন তিনি।

তদন্তকারী ওই সূত্রের খবর, তল্লাশি অভিযানের সময় একটি ক্ষতিগ্রস্ত গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। তা থেকে তদন্তকারীদের অনুমান, বোমার পরীক্ষার জন্য এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়েছিল। অননন্তনাগের বিভিন্ন জঙ্গলেও তল্লাশি অভিযান চালানো হতে পারে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, গত ১০ নভেম্বর দিল্লির লালাকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়িবোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement