নির্মলাকে জেরা করতে শিলচরে এনআইএ

মাওবাদী নেত্রী নির্মলা বিশ্বাস ওরফে ‘বেলাদি’কে জিজ্ঞাসাবাদ করতে বিভিন্ন তদন্ত সংস্থার একটি দল আজ শিলচরে পৌঁছেছে। তার মধ্যে রয়েছেন এনআইএ, আইবি এবং পশ্চিমবঙ্গ সিআইডি অফিসাররা। তাঁরা নির্মলার সঙ্গে ধৃত আমিরউদ্দিন আহমেদকেও জেরা করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০২:৫৭
Share:

মাওবাদী নেত্রী নির্মলা বিশ্বাস ওরফে ‘বেলাদি’কে জিজ্ঞাসাবাদ করতে বিভিন্ন তদন্ত সংস্থার একটি দল আজ শিলচরে পৌঁছেছে। তার মধ্যে রয়েছেন এনআইএ, আইবি এবং পশ্চিমবঙ্গ সিআইডি অফিসাররা। তাঁরা নির্মলার সঙ্গে ধৃত আমিরউদ্দিন আহমেদকেও জেরা করবেন।

Advertisement

২০ অগস্ট ভোরে দুই কট্টর মাওবাদী-সহ পাঁচজনকে কাটিগড়া থানার জালালপুর চা বাগান থেকে গ্রেফতার করা হয়। দু’জনকে জেলে পাঠালেও নির্মলা, আমির ও সিধু ওরাংকে দু’দফায় পাঁচ দিন করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ দিকে, তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে এ দিন আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মাওবাদী মামলার তদন্তকারী অফিসার কাছাড়ের ডিএসপি সুধাংশুকুমার দাস জানান, নির্মলাকে গ্রেফতারের পরই পশ্চিমবঙ্গ পুলিশকে জানানো হয়। তাঁরাও নিজস্ব সূত্র ব্যবহার করে নির্মলা ও আমির সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। সঙ্গে চলছিল জিজ্ঞাসাবাদ। কিন্তু নির্মলা বা আমিরের কাছ থেকে কোনও তথ্য বের করা বেশ কঠিন কাজ বলে স্বীকার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement