Nationala News

কোন পথে নির্ভয়া-মামলা

নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় চার অপরাধীর ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই অপরাধকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়েছে শীর্ষ আদালত। এক ঝলকে দেখে নেওয়া যাক এই মামলার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়।নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় চার অপরাধীর ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই অপরাধকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়েছে শীর্ষ আদালত। এক ঝলকে দেখে নেওয়া যাক এই মামলার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়।

Advertisement
শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ১৪:৫৪
Share:

লড়াইয়ের পর অবশেষে জয়। —ফাইল চিত্র।

• ১২ ডিসেম্বর, ২০১২: দক্ষিণ দিল্লির চলন্ত বাসে ১৭ বছরের এক নাবালক-সহ ছ’জন মিলে ২৩ বছরের জ্যোতি সিংহকে গণধর্ষণ ও নৃশংস অত্যাচার।

Advertisement

• ২৯ ডিসেম্বর, ২০১২: সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু নির্ভয়া ওরফে জ্যোতি সিংহের।

• ১১ মার্চ, ২০১৩: তিহাড় জেলে আত্মঘাতী অভিযুক্ত রাম সিংহ।

Advertisement

• ৩১ অগস্ট, ২০১৩: জুভেনাইল কোর্টে ধর্ষণ ও খুনের দায়ে নাবালক দোষী সাব্যস্ত। সংশোধনাগারে তিন বছরের কারাবাসের শাস্তি ঘোষণা।

• ১৩ সেপ্টেম্বর, ২০১৩: চার জনকে ফাঁসির সাজা দিলেন দায়রা আদালতের অতিরিক্ত বিচারক যোগেশ খন্না।

আরও পড়ুন

নির্ভয়াকাণ্ডে ফাঁসিই বহাল, ক্ষমার প্রশ্ন নেই: সুপ্রিম কোর্ট

• ১৩ মার্চ, ২০১৪: দিল্লি হাইকোর্টের বিচারপতি রেবা ক্ষেত্রপাল ও বিচারপতি প্রতিভা রানির বেঞ্চ দায়রা আদালতে ফাঁসির সাজা বহাল রাখল।

• ১৫ মার্চ, ২০১৪: সুবিচার মেলেনি— দোষীদের এই অভিযোগে ফাঁসি কার্যকর করায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।

তখন প্রতিবাদ চলছে। ছবি: সংগৃহীত।

• ১৮ ডিসেম্বর, ২০১৫: জুভেনাইল কোর্ট থেকে দোষী নাবালকের মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট।

• ২ এপ্রিল, ২০১৬: ১৯ মাস পর সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি ভি গোপাল গৌড়া এবং বিচারপতি কুরিয়ান জোসেফের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু।

• ৩ ফেব্রুয়ারি, ২০১৭: মামলায় সঠিক পদ্ধতি মানা হয়নি, সর্বোচ্চ আদালতে আবেদন দোষীদের। পুনরায় শুনানির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের।

• ৬ মার্চ, ২০১৭: সর্বোচ্চ আদালতে চার জন দোষীর অতিরিক্ত হলফনামা দায়ের।

• ২৭ মার্চ, ২০১৭: প্রায় এক বছর ধরে শুনানির পর রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।

• ৫ মে, ২০১৭: দোষীদের মৃত্যুদণ্ডের সাজা বহাল সুপ্রিম কোর্টে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন