মনমোহনের বাড়িতে নির্মলা

দু’দিন আগেই সংসদে অনুযোগের সুরে প্রধানমন্ত্রী বলেছিলেন, কংগ্রেস সরকার নরসিংহ রাও বা মনমোহনকে ‘ভারতরত্ন’ দেয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জুন ২০১৯ ০১:২৮
Share:

অর্থ-যোগ: মনমোহন সিংহের সঙ্গে নির্মলা সীতারামন। ছবি: পিটিআই

মোহনদাস কর্মচন্দ গাঁধী। বল্লভভাই পটেল। দু’জনেই কংগ্রেসের হলেও নরেন্দ্র মোদী তাঁদের নিজস্ব ‘আইকন’ করে নিতে পিছপা হননি। এ বার হয়তো প্রণব মুখোপাধ্যায় এবং মনমোহন সিংহের পালা।

Advertisement

দু’দিন আগেই সংসদে অনুযোগের সুরে প্রধানমন্ত্রী বলেছিলেন, কংগ্রেস সরকার নরসিংহ রাও বা মনমোহনকে ‘ভারতরত্ন’ দেয়নি। আজ মনমোহনের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করলেন মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের আগে অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী (যিনি আবার অর্থমন্ত্রী হিসেবে আর্থিক সংস্কারের কান্ডারি) মনমোহনের বৈঠককে ‘তাৎপর্যপূর্ণ’ বলছেন দিল্লির রাজনীতিকরা। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে মন্ত্রকে নিজের অন্যতম পূর্বসূরি তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণববাবুর সঙ্গেও দেখা করেছিলেন নির্মলা।

মনমোহন বা নির্মলা— কোনও তরফেই আজকের বৈঠক নিয়ে মুখ খোলা হয়নি। অর্থ মন্ত্রকই মনমোহন-নির্মলার ছবি প্রকাশ করে বৈঠকের খবর জানিয়েছে। সরকারি সূত্রের বক্তব্য, মোদীর ‘অনুমতি’ নিয়েই মনমোহনের কাছে গিয়েছিলেন নির্মলা। দু’জনের মধ্যে যে দেশের অর্থনীতি নিয়ে কথা হবে, সেটাই স্বাভাবিক। তবে নির্মলা বাজেট তৈরি নিয়ে পরামর্শ করতে মনমোহনের কাছে ছুটে গিয়েছেন, সেটাও অতিকথন।

Advertisement

রাজনীতিকরা মনে করছেন, এটা আসলে মোদীর তত্ত্বকেই প্রতিষ্ঠা করার চেষ্টা। সেই তত্ত্ব হল, ‘‘গাঁধী পরিবার মনমোহন-প্রণব-রাওকে গুরুত্ব না-দিলেও আমি দিই।’’ মোদী সংসদে বলেছেন, কংগ্রেসে গাঁধী পরিবার ছাড়া কেউ দাম পায় না বলেই রাও বা মনমোহন ‘ভারতরত্ন’ হননি। কিন্তু কংগ্রেসের নেতা হলেও প্রণববাবুকে যে তাঁর সরকার ভারতরত্ন দিয়েছে, তা মনে করিয়ে দিয়েছিলেন মোদী। এ বারের বাজেট অধিবেশনে সংসদে থাকছেন না মনমোহন। রাজ্যসভায় তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নির্মলা আজ বাজেটের আগে মনমোহনের সঙ্গে দেখা করে বার্তা দিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেসের হলেও তাঁর মতকে গুরুত্ব দেয় মোদী সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন