Entertainment News

মায়ের বেডরুম নিয়ে লড়াই নিরূপার দুই ছেলের

বলিউডের বিখ্যাত মায়েদের তালিকায় বরাবর নিরূপা রায়ের নাম প্রথম সারিতেই থাকবে। সাত-আটের দশকে মেনস্ট্রিম ছবিতে মায়ের চরিত্র মানেই নিরূপাকে কাস্ট করার কথা ভাবতেন অধিকাংশ পরিচালক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ১৯:১৬
Share:

বলিউডের বিখ্যাত মায়েদের তালিকায় বরাবর নিরূপা রায়ের নাম প্রথম সারিতেই থাকবে। সাত-আটের দশকে মেনস্ট্রিম ছবিতে মায়ের চরিত্র মানেই নিরূপাকে কাস্ট করার কথা ভাবতেন অধিকাংশ পরিচালক। সেই মায়ের শোওয়ার ঘরের অধিকার নিয়ে দুই ছেলের লড়াই এ বার আদালতের দরজায় পৌঁছল।

Advertisement

মা’কে কে নিজের কাছে রাখবে সেই নিয়ে দুই ছেলের লড়াই দেখেছে বলিউড। ১৯৭৫-এ মুক্তিপ্রাপ্ত ‘দিওয়ার’-এ অমিতাভ বচ্চন ও শশী কপূর লড়াই করেছিলেন তাঁদের অনস্ক্রিন মা নিরূপাকে নিয়ে। এ বার সেই পরিস্থিতিই হাজির ঘোর বাস্তবে। নিরূপা রায়ের রিয়েল লাইফে দুই ছেলে কিরণ ও যোগেশ এ বার মায়ের শোওয়ার ঘরের অধিকার নিয়ে লড়াই শুরু করলেন।

আরও পড়ুন, ‘থাগস অফ হিন্দুস্তান’-এ নতুন লুকে আমির খান

Advertisement

নেপিন সি রোডে নিরূপা রায়ের ৩,০০০ বর্গ ফুটের বাড়ির শোওয়ার ঘর নিয়ে সমস্যার সূত্রপাত। দুই ছেলেই বলছেন, ওই ঘরের সঙ্গে তাঁদের আবেগ জড়িয়ে। তাই অধিকার ছাড়ার প্রশ্ন নেই। ওই বাড়ির সামনে ৮,০০০ বর্গ ফুটের বাগানও রয়েছে। ২০০৪-এ তাঁর নিরূপার মৃত্যুর পর থেকেই দুই ছেলের লড়াই শুরু হয় এই সম্পত্তির মালিকানা নিয়ে। ২০১৫-র নভেম্বরে মারা যান নিরূপার স্বামী কমল রায়। তারপরেই অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি দখল করতে আদালতের দ্বারস্থ হন দুই ভাই।

‘দিওয়ার’-এ দুই অনস্ক্রিন ছেলে অমিতাভ ও শশীর সঙ্গে নিরূপা।

নিরূপার ছোট ছেলে কিরণ এ নিয়ে হাইকোর্টেও গিয়ে অভিযোগ করেছেন, বাড়ির পুরো দখল নেওয়ার জন্য তাঁর দাদা যোগেশ তাঁকে ভয় দেখাচ্ছেন। তাঁর দাবি, নিরূপা সব সম্পত্তি তাঁকেই দিয়ে গিয়েছেন। কমল রায়ও শেষ যে উইল করে যান, তাতে কিরণকেই নাকি ওই বাড়ির মালিকানা দিয়ে গিয়েছেন। তবে যোগেশকেও বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। শর্ত রয়েছে, তাঁরা কখনও বাবা মার বেডরুমে ঢুকতে পারবেন না। যদিও বাবা মার শোওয়ার ঘরে যোগেশকে ঢুকতে না দেওয়ার আর্জি জানিয়ে কিরণের আবেদন নিম্ন আদালতে ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement