Niti Ayog

দেশকে সময় দিন, অমর্ত্যকে ‘পরামর্শ’ নীতি আয়োগের

পাশাপাশি, ভারতকে এগিয়ে নিয়ে যেতে গত চার বছরে যে পরিমাণ কাজ হয়েছে, তার তুলনা আছে কিনা, জানতে চেয়ে অমর্ত্য সেনের উদ্দেশে চ্যালেঞ্জও ছুঁড়েছেন রাজীব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১৬:৪০
Share:

ফাইল ছবি

মোদী জমানায় ভুল দিশায় বড়সড় লাফ দিয়েছে ভারত। এই মন্তব্য করে এবার নীতি আয়োগের আক্রমণের মুখে পড়লেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান রাজীব কুমার রবিবার বলেন, গত চার বছরে মোদী সরকারের সংস্কারের কাজ বুঝতে হলে অধ্যাপক অমর্ত্য সেনের দেশে আরও বেশি করে সময় কাটানো উচিত। আসল পরিস্থিতি বোঝা যাবে তৃণমূল স্তরে কাজ করলেই।

Advertisement

পাশাপাশি, ভারতকে এগিয়ে নিয়ে যেতে গত চার বছরে যে পরিমাণ কাজ হয়েছে, তার তুলনা আছে কিনা, জানতে চেয়ে অমর্ত্য সেনের উদ্দেশে চ্যালেঞ্জও ছুঁড়েছেন রাজীব। মোদী জমানায় সংস্কারের সুফল পাচ্ছেন দেশের প্রান্তিক মানুষেরাও। এমনটাই দাবি করেছে নীতি আয়োগ।

গত রবিবার জঁ দ্রেজের সঙ্গে যৌথ ভাবে লেখা ‘অ্যান আনসার্টেন গ্লোরি: ইন্ডিয়া এন্ড ইটস কন্ট্রাডিকশন’ বইয়ের হিন্দি অনুবাদ, ‘ভারত অউর উসকে বিরোধাভাস’-এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে অমর্ত্য বলেন, ‘‘পরিস্থিতি খুব খারাপ হয়েছে।…২০১৪-র পর থেকে ভুল দিকে বিরাট লাফ দিয়েছে দেশ। আর্থিক উন্নতিতে দ্রুততম হয়েও আমরা পিছনের দিকে যাচ্ছি।’’ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানিয়েছিলেন, বছর কুড়ি আগেও এই অঞ্চলের ছ’টি দেশের মধ্যে ভারত ছিল দ্বিতীয় সেরা। শ্রীলঙ্কার পরেই। ‘‘এখন দ্বিতীয় নিকৃষ্ট! আমাদের নিকৃষ্টতম হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে পাকিস্তান!’’, বলেছিলেন অমর্ত্য।

Advertisement

আরও পড়ুন: বুরারির দুঃস্বপ্ন ফিরিয়ে একই পরিবারে ছয় জনের দেহ উদ্ধার ঝাড়খণ্ডে

২০১৫ সালে যোজনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ তৈরি করেছিল মোদী সরকার। আগামী দিনে কোন পথে এগোবে দেশ, তা ঠিক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন নীতি আয়োগ-ই। গত বেশ কিছুদিন ধরেই দেশে বিদেশে নানা ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ছে মোদী সরকারের আর্থিক নীতি ও পরিকল্পনা। এই পরিস্থিতিতে কাটা ঘায়ে নুনের ছিটে ছিল অমর্ত্য সেনের মন্তব্য। সেই প্রেক্ষিতেই নোবেলজয়ী অর্থনীতিবিদকে নীতি আয়োগের এই ‘পরামর্শ’ বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন