National News

‘মুসলিমদের এত দেশ, হিন্দুদের তো একটাও নেই’, আক্ষেপ গডকড়ীর

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীরা কী ভাবে ভুল বোঝাচ্ছেন, তা ব্যাখ্যা করতে গিয়ে নিতিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দেশের হিন্দু ও মুসলিম নাগরিকদের আলাদা চোখে দেখে না।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৬:১৩
Share:

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ী। -ফাইল ছবি।

হিন্দুদের জন্য কোনও নির্দিষ্ট দেশ নেই কেন, তা নিয়ে রীতিমতো আক্ষেপ ঝরে পড়ল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর গলায়। বললেন, হিন্দুদের অস্তিত্বের জন্য সংশোধিত নাগরিকত্ব আইনের বড়ই প্রয়োজন।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে নিতিন বলেছেন, ‘‘বিশ্বে এমন একটা দেশও নেই যেটা হিন্দুদের। এক সময় নেপাল হিন্দু রাষ্ট্র ছিল। এখন সেটাও নেই। তা হলে হিন্দুরা যাবেন কোথায়? কোথায় যাবেন শিখেরা? মুসলিমদের জন্য কিন্তু অনেক দেশ রয়েছে। মুসলিমরা অনেক দেশের নাগরিকত্ব পেতে পারেন। কিন্তু হিন্দুদের সেই উপায় নেই। তাই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছেন।’’

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীরা কী ভাবে ভুল বোঝাচ্ছেন, তা ব্যাখ্যা করতে গিয়ে নিতিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দেশের হিন্দু ও মুসলিম নাগরিকদের আলাদা চোখে দেখে না।

Advertisement

নিতিনের কথায়, ‘‘আমরা দেশের কোনও মুসলিম নাগরিকের বিরোধী নই। কোনও কোনও বিরোধী দল এটা নিয়ে সংখ্যালঘুদের অযথা ভয় দেখাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছে, এই সরকার (মোদী সরকার) হিন্দু-মুসলিম বাছবিচারের বিরোধী।’’

সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, ২০১৪-র ৩১ ডিসেম্বর বা তার আগে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে যে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারেত ঢুকেছিলেন, তাঁরা যদি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান হন, তা হলে তাঁদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। তাঁরা সকলেই ভারতের নাগরিকত্ব পাবেন। বৈধ ভাবেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন