গডকড়ীই মোদীর দূত শিল্প সম্মেলনে

নবান্নের খবর, সব ঠিক থাকলে এ বারের সম্মেলনে জাহাজমন্ত্রীই হবেন কেন্দ্রের মূল প্রতিনিধি। জেটলিকেও যাতে আসেন সে জন্য শেষ পর্যন্ত অর্থমন্ত্রী অমিত মিত্র নিজেই চেষ্টা করছেন বলে নবান্ন সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৮ ০৪:৩৪
Share:

এর আগে তিন বার যিনি উপস্থিত থেকেছেন, সেই অরুণ জেটলি এ বার আসছেন না। দিল্লির খবর, তিনি নিজে রাজি থাকলেও দল তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প সম্মেলনে আসতে নিষেধ করেছে।

Advertisement

তবে আগামী ১৬-১৭ জানুয়ারি নিউ টাউনের কনভেনশন সেন্টারে শিল্প সম্মেলনের উদ্বোধনে আসছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাহাজ মন্ত্রী নিতিন গডকড়ী। তিনিও আগের তিন বার শিল্প সম্মেলনে এসেছিলেন। তবে জাহাজ মন্ত্রক সূত্রে নিতিনের সফরের কথা জানানো হলেও নবান্ন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনও বার্তা পায়নি। নবান্নের খবর, সব ঠিক থাকলে এ বারের সম্মেলনে জাহাজমন্ত্রীই হবেন কেন্দ্রের মূল প্রতিনিধি। জেটলিও যাতে আসেন সে জন্য শেষ পর্যন্ত অর্থমন্ত্রী অমিত মিত্র নিজেই চেষ্টা করছেন বলে নবান্ন সূত্রের খবর।

এ বারের শিল্প সম্মেলনে তাজপুর বন্দর এবং অমৃতসর-কলকাতা শিল্প করিডরের লগ্নির বিষয়টি বিশেষ ভাবে তুলে ধরতে চায় রাজ্য। ওই দু’টি প্রকল্প রূপায়ণে সড়ক পরিবহণ ও জাহাজ মন্ত্রকের বিশেষ ভূমিকা থাকবে। রাজ্যের ২০০টি শিল্প পার্ক বা এস্টেটের ২০ হাজার একর জমি যে শিল্পের জন্য তৈরি তা-ও জানাবে রাজ্য। সম্মেলনে হাজির থাকার কথা মুকেশ অম্বানী, লক্ষ্মী মিত্তল, সজ্জন জিন্দল, কিশোর বিয়ানির মতো শিল্পপতিদের। আসবেন চিন, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, চেক প্রজাতন্ত্রের মতো দেশের প্রতিনিধিরাও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন