নীতীশ কুমার। —ফাইল চিত্র।
বিহারে বিধানসভা ভোটের আগে নয়া চাল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করলেন তিনি। এর ফলে বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। সেখানে তিনি জানান, আগামী ১ অগস্ট থেকেই বিনামূল্যের এই পরিষেবা পাবেন প্রত্যেকে। এমনকি জুলাই মাসের বিলে ১২৫ ইউনিটের বা তার কম বিদ্যুৎ খরচে কোনও টাকা দিতে হবে না বলে জানিয়েছেন তিনি। নীতীশ লেখেন, “একদম শুরুর দিন থেকে আমরা সুলভ মূল্যে প্রত্যেককে বিদ্যুৎ পরিষেবা দিয়ে যাচ্ছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ১ অগস্ট থেকে ১২৫ ইউনিট পর্যন্ত খরচে কাউকে বিদ্যুতের জন্য টাকা দিতে হবে না।”
তাপবিদ্যুতের ব্যবহার কমিয়ে আগামী তিন বছরে বিহারে আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরিরও আশ্বাস দিয়েছেন নীতীশ। জানিয়েছেন, ‘কুটির জ্যোতি যোজনা’ প্রকল্পে কোনও গরিব পরিবার বাড়িতে সৌর প্যানেল বসালে তার খরচ বহন করবে তাঁর সরকার।
আগামী অক্টোবর-নভেম্বর মাসে বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে একাধিক জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করতে দেখা গিয়েছে নীতীশকে। কিছু দিন আগেই বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন নীতীশ। এত দিন বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকেরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেতেন। সম্প্রতি তা বাড়িয়ে ১১০০ টাকা করা হয়। অর্থাৎ, এক লপ্তে ৭০০ টাকা ভাতা বাড়িয়ে দেওয়া হয়। নীতীশ জানান, জুলাই মাস থেকেই এই বর্ধিত হারে ভাতা পাবেন বিহারের মানুষ। গত ৮ জুলাই বিহারের মুখ্যমন্ত্রী জানান, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সে রাজ্যের মহিলাদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
গত ৩ জুলাই নীতীশ ঘোষণা করেন, বিহারের ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’ প্রকল্পে যাঁদের কারিগরি উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ বা ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং’ রয়েছে কিংবা যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ইন্টার্নশিপ (স্বল্প মেয়াদে কোনও জায়গায় হাতে-কলমে কাজ শেখার সুযোগ) বাবদ প্রতি মাসে ৪০০০ টাকা দেওয়া হবে। যাঁদের আইটিআই-এর ডিগ্রি রয়েছে বা যাঁরা ডিপ্লোমা পাশ করেছেন, তাঁরা মাসে ৫০০০ টাকা পাবেন। স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণেরা পাবেন মাসিক ৬০০০ টাকা। যাঁরা বিহারেরই অন্য জেলায় ইন্টার্নশিপ করবেন, তাঁদের অতিরিক্ত ২০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্য রাজ্যে কাজ করলে দেওয়া হবে অতিরিক্ত ৫০০০ টাকা। ইন্টার্নশিপের মেয়াদ হবে তিন থেকে ১২ মাস। মনে করা হচ্ছে, বিহারের গরিব, মহিলা, ছাত্র-যুবদের ভোট নিজেদের ঝুলিতে ভরতে একের পর এক কৌশলী পদক্ষেপ করে যাচ্ছেন নীতীশ।