নীতীশের ডাক

‘সঙ্ঘ-মুক্ত ভারত’ গড়ার ডাক দিলেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউয়ের সদ্য নিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতীশ কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ‘কংগ্রেস-মুক্ত ভারত’ গড়ার ডাককেই চ্যালেঞ্জ করলেন বলে মনে করা হচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ০৩:২৮
Share:

‘সঙ্ঘ-মুক্ত ভারত’ গড়ার ডাক দিলেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউয়ের সদ্য নিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতীশ কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ‘কংগ্রেস-মুক্ত ভারত’ গড়ার ডাককেই চ্যালেঞ্জ করলেন বলে মনে করা হচ্ছে। আজ পটনায় এক অনুষ্ঠানে নীতীশ বলেন, ‘‘সমস্ত অ-বিজেপি শক্তিকে জোটবদ্ধ হয়ে এই সঙ্ঘ-মুক্ত ভারত গড়তে হবে।’’ তাঁর মতে, দেশের গণতন্ত্রকে রক্ষা করতেই সঙ্ঘকে হঠানো অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘‘আমি কোনও ব্যক্তি বা দলের বিরোধী নই। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিভেদকামী আদর্শের ঘোর বিরোধী।’’ উল্লেখ্য, জেডিইউ সভাপতির দায়িত্ব নিয়ে নীতীশ গত সপ্তাহেই বিরোধী ঐক্যের পক্ষে সওয়াল করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement