নীতীশের নিশ্চয় যাত্রা

জনতার মন বুঝতে ফের মাঠে নামছেন নীতীশ কুমার। বুধবার পশ্চিম চম্পারণের বেতিয়া থেকে তিনি শুরু করবেন ‘নিশ্চয় যাত্রা’। প্রশাসন সূত্রের খবর, মদ নিষেধ আইন জারির পর বিহারবাসীর মতামত জানতেই এই যাত্রা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ০৩:৪৭
Share:

জনতার মন বুঝতে ফের মাঠে নামছেন নীতীশ কুমার।

Advertisement

বুধবার পশ্চিম চম্পারণের বেতিয়া থেকে তিনি শুরু করবেন ‘নিশ্চয় যাত্রা’। প্রশাসন সূত্রের খবর, মদ নিষেধ আইন জারির পর বিহারবাসীর মতামত জানতেই এই যাত্রা।

রাজ্যের কুর্সি দখলের আগে থেকে এখনও পর্যন্ত ৯টি যাত্রায় বেরিয়েছেন নীতীশ। রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে তার সুফলও পেয়েছেন। ভোটের বাক্সেও মিলেছে প্রতিফলন। প্রতি বারই তাঁর যাত্রা কর্মসূচি শুরু হয়েছে পশ্চিম চম্পারণ থেকে। উল্লেখ্য, উত্তর বিহারের পশ্চিম এবং পূর্ব চম্পারণ বিজেপির দূর্গ বলে পরিচিত। গত বিধানসভা নির্বাচনে ওই দুই জেলায় ২৩টি বিধানসভা আসনের মধ্যে বেশিরভাগ যায় বিজেপির দখলেই। জেডিইউয়ের একাংশের বক্তব্য, ওই জেলা থেকে যাত্রা শুরু করে বিরোধী শিবিরকেই সুস্পষ্ট বার্তা দেন নীতীশ।

Advertisement

প্রশাসনিক সূত্রে খবর, নীতীশের নিশ্চয় যাত্রায় অনেক চমক থাকবে। লালু প্রসাদের সঙ্গে মহাজোটের মুখ্যমন্ত্রী হিসেবে এ বার ওই কর্মসূচি করছেন তিনি। লালু এবং তাঁর ছেলে তথা উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও তাতে সামিল হতে পারেন। রাজ্যে মদ বন্ধ হওয়ায় কয়েকটি এলাকায় নীতীশের দিকে সমর্থনের পাল্লা অনেকটা ঝুঁকেছে। সেই এলাকাগুলির কথা মাথায় রাখা হবে। কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement