সপ্তাহান্তেও খোঁজ মিলল না অপহৃতের

মায়ের সঙ্গে জুম চাষ করে বাড়ি ফেরার পথে অপহৃত হয়েছিল ১৫ বছরের কিশোরী। এক সপ্তাহেও তার সন্ধান পেল না পুলিশ। আর একে ঘিরেই উত্তেজনা বাড়ছে হাইলাকান্দি জেলার উপজাতি গ্রামে। টিপরা পিপলস অ্যাসোসিয়েশন অপহৃত কিশোরীকে উদ্ধার করে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৫ ০৩:২৭
Share:

মায়ের সঙ্গে জুম চাষ করে বাড়ি ফেরার পথে অপহৃত হয়েছিল ১৫ বছরের কিশোরী। এক সপ্তাহেও তার সন্ধান পেল না পুলিশ। আর একে ঘিরেই উত্তেজনা বাড়ছে হাইলাকান্দি জেলার উপজাতি গ্রামে। টিপরা পিপলস অ্যাসোসিয়েশন অপহৃত কিশোরীকে উদ্ধার করে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে।

Advertisement

ঘটনাটি গত ২১ মার্চের। লালা থানার কুন্দানালা এলাকায় জুম চাষ করে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন মা-মেয়ে। অভিযোগ, জুকিছড়ায় পৌঁছতেই আজিরউদ্দিন লস্কর ও আব্দুল সফিক লস্কর নামে দুই যুবক তাঁদের পথ আগলায়। অস্ত্র দেখিয়ে মার কাছ থেকে মেয়েকে টেনেহিঁচড়ে নিয়ে যায় তারা। মা বিলাইপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে সব জানান। লিখিত এজাহারও দেন। কিন্তু এখনও হদিশ মেলেনি অপহৃত কিশোরীর।

হাইলাকান্দির ডিএসপি কে সি বরা জানান, “তদন্ত চলছে। শীঘ্রই কিশোরীকে উদ্ধার করা যাবে বলে আশা করছি।” একই কথা মামলার তদন্তকারী অফিসার বিধান দাসেরও। ে দিকে, পুলিশি ব্যর্থতায় জেলার উপজাতিদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আজ হাইলাকান্দির ‘নন-সিডিউলস হিল ট্রাইব্স অ্যাসোসিয়েশন’ বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে দেখা করেন। ভারপ্রাপ্ত জেলাশাসককে তাঁরা একটি স্মারকলিপিও দিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন