Indian Football

‘মেসির জন্য টাকা আছে, ফুটবলের জন্য নেই’

সন্দেশ জিঙ্ঘন বলেছেন, ভারতীয় ফুটবল এখন একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতীয় ফুটবলে অর্থ বিনিয়োগ না করে মেসির এই সফরে এত অর্থ খরচ করার যৌক্তিকতা কোথায়, তিনি বুঝতে পারছেন না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৬:২৯
Share:

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।

লিয়োনেল মেসির ভারত সফরের জন্য কোটি কোটি টাকা খরচ করা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের রক্ষণ বিভাগের তারকা সন্দেশ জিঙ্ঘন। তিনি বলেছেন, ভারতীয় ফুটবল এখন একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতীয় ফুটবলে অর্থ বিনিয়োগ না করে মেসির এই সফরে এত অর্থ খরচ করার যৌক্তিকতা কোথায়, তিনি বুঝতে পারছেন না।

সমাজমাধ্যমে হতাশ সন্দেশ লিখেছেন, ‘‘গত কয়েক দিন ধরে আমাদের দেশে ফুটবলকে ঘিরে এই উন্মাদনায় আমি খুব খুশি। স্টেডিয়াম ভরে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করছেন মানুষ ফুটবলের জন্য। কিন্তু একটা ব্যাপার আমাকে চিন্তায় ফেলছে। যখন আমাদের দেশের ফুটবল এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সবকিছুই বন্ধ হওয়ার সামনে চলে এসেছে। কারণ ভারতে ফুটবলের জন্য অর্থ বিনিয়োগ করার কোনও উদ্যোগ নেই, অথচ কোটি কোটি টাকা খরচ হচ্ছে এই সফরের (মেসির) জন্য,’’ লিখেছেন সন্দেশ। তিনি আরও বলেছেন যে মেসির জন্য এত খরচ করে স্টেডিয়াম ভরিয়ে ফেললেও ঘরোয়া ফুটবলে সেটা দেখা যাচ্ছে না। লিখেছেন, ‘‘এতে একটা ব্যাপার বোঝা যাচ্ছে আমরা ফুটবল ভালবাসি। কিন্তু আমাদের নিজেদের ফুটবলারদের জন্য হয়তো সেই সমর্থনটা নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন