থাকতেই হবে মোদীর ক্লাসে, বার্তা অমিতের

সংসদের অধিবেশন চললে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকালে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করেন মোদী-অমিত শাহরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৯ ০২:২০
Share:

ছুটির দিনে ক্লাস নেবেন নরেন্দ্র মোদী। কিন্তু কোনও অজুহাতে ক্লাস পালানো চলবে না। আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই এই হুঁশিয়ারি দিলেন অমিত শাহ।

Advertisement

সংসদের অধিবেশন চললে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকালে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করেন মোদী-অমিত শাহরা। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এমনই প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী নাম না করেই কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশকে দল থেকে বের করে দেওয়ার কথা বলেছিলেন। যদিও তার পরও কোনও শাস্তিই হয়নি কৈলাস-পুত্রের। আর এক সাংসদ প্রজ্ঞা ঠাকুরও বেফাঁস মন্তব্য করে প্রধানমন্ত্রীর অস্বস্তি বাড়ান। যাঁর সম্পর্কে ভোটের সময়ই প্রধানমন্ত্রী বলেছিলেন, মন থেকে মাফ করতে পারবেন না কখনও। তাঁরও কোনও শাস্তি হয়নি।

কিন্তু বিজেপি নেতৃত্ব বুঝতে পারছেন, দল বড় হচ্ছে। ফি-হপ্তায় নতুন নতুন নেতা অন্য দল থেকে বিজেপিতে আসছেন। তার উপর অনেক সাংসদ প্রথম বার জিতে এসেছেন। ফলে সকলের জন্য চলতি সপ্তাহের শেষে শনি ও রবিবার ‘অভ্যাস বর্গ’ নামে দু’দিনের ঠাসা কর্মসূচি রাখা হয়েছে। এই বৈঠকে সাংসদদের জানানো হবে, সংসদে কতটা প্রস্তুত হয়ে আসতে হবে, আচরণ কী হবে, নির্বাচনী কেন্দ্রে গিয়েই বা কী ভাবে কাজ করবেন।

Advertisement

সাধারণত শুক্রবার এলেই সাংসদরা নিজেদের নির্বাচনী কেন্দ্রে যান। আজ সকালে অমিত শাহ সকলকে জানিয়ে দেন, শনি ও রবিবার উপস্থিত থাকতে হবে। আর সংসদে রোজ বিল পাশ হচ্ছে। সকলকে উপস্থিত থেকে সমর্থন করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন