Manipur Unrest

মণিপুরে আবার উত্তেজনা, গুলিতে ঝাঁঝরা কুকি গ্রামপ্রধানের স্ত্রী, অভিযুক্ত পুলিশ! সর্বাত্মক বন্‌ধ

লাংচিয়াংমানবি গ্রামের বাসিন্দা নিহত বৃদ্ধা ছিলেন কুকি-জো জনগোষ্ঠীর মহিলাদের নেত্রী। মেইতেই প্রভাবিত রাজ্য সরকারের পুলিশ তাঁকে পরিকল্পিত ভাবে খুন করেছে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ২২:৩১
Share:

ফের উত্তেজনা ছড়াল মণিপুরে। —ফাইল চিত্র।

কুকি জনজাতির এক গ্রামপ্রধানের স্ত্রীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়াল মণিপুরে। ওই ঘটনার প্রতিবাদে চূড়াচাঁদপুর-সহ জনজাতি অধ্যুষিত জেলাগুলিতে শুক্রবার সর্বাত্মক বন্‌ধ পালিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাতে চূড়াচাঁদপুরের হাইচাংলোক এলাকায় কুকি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল নিরাপত্তাবাহিনী। সে সময় দু’তরফের গুলির লড়াইয়ের মাঝে পড়ে হৈখোলহিং হাওকিপ নামে এক কুকি-জ়ো জনগোষ্ঠীর বৃদ্ধা নিহত হন। তিনি স্থানীয় গ্রামপ্রধানের স্ত্রী ছিলেন।

মণিপুরে জনজাতিদের রাজনৈতিক সংগঠন ‘ইন্ডিজিনাস ট্রাইবাল লিডারস ফোরাম’ (আইটিএলএফ)-এর অভিযোগ। লাংচিয়াংমানবি গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা ছিলেন কুকি-জো সম্প্রদায়ের মহিলাদের নেত্রী। মেইতেই প্রভাবিত রাজ্য সরকারের পুলিশ তাঁকে পরিকল্পিত ভাবে খুন করেছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার রাত থেকেই বন্‌ধ পালন শুরু হয় কুকি প্রভাবিত এলাকায়। শুক্রবার মণিপুরের পাহাড়ি এলাকায় দিনভর বন্‌ধ সমর্থকদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নতুন করে আধাসেনা মোতায়েন হয়েছে চূড়াচাঁদপুরের কিছু অঞ্চলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement