‘ভীত নই, মর্মাহত’, বললেন কারনাড

খুনের হুমকিতে বিন্দুমাত্র ভীত নন। জানালেন গিরীশ কারনাড। ৭৭ বছরের এই নাট্যকার-অভিনেতা তথা পরিচালক কারনাডের মন্তব্য, ‘‘বিতর্কে বিচলিত নই। আগেও অনেক বিতর্কের মুখোমুখি হয়েছি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৫ ১৫:৪৪
Share:

খুনের হুমকিতে বিন্দুমাত্র ভীত নন। জানালেন গিরীশ কারনাড। ৭৭ বছরের এই নাট্যকার-অভিনেতা তথা পরিচালক কারনাডের মন্তব্য, ‘‘বিতর্কে বিচলিত নই। আগেও অনেক বিতর্কের মুখোমুখি হয়েছি।’’ সাম্প্রদায়িক রাজনীতিই কর্নাটকে পরিস্থিতি বিগড়ে দিচ্ছেন বলে মন্তব্য করে কারনাড বৃহস্পতিবার বললেন, এই গুণ্ডামি সাধারণ মানুষের নয়। এর নেতৃত্বে রয়েছেন রাজনৈতিক নেতারা।

Advertisement

বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ অষ্টাদশ শতকের শাসক টিপু সুলতানের নামে হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন কারনাড। তার প্রেক্ষিতেই টুইটারে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। কারনাড প্রথমে নিজের মন্তব্য প্রত্যাহার করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘আমি কাউকে আঘাত করার জন্য কোনও মন্তব্য করিনি। আমার কথা কারও খারাপ লাগলে আমি ক্ষমাপ্রার্থী।’’ কিন্তু খুনের হুমকির কথা প্রকাশ্যে আসতেই সুর আরও চড়িয়েছেন কারনাড। তিনি বলেছেন, ‘‘আসল সমস্যা টিপু সুলতানকে নিয়ে নয়। যা ঘটছে, তা আসলে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটা দৃষ্টান্ত। এই গুন্ডামির নেতৃত্বে পথচলতি সাধারণ মানুষ নেই। নেতৃত্ব দিচ্ছেন রাজনৈতিক নেতারা, যাঁদের বোধবুদ্ধি একটু বেশি বলে আমরা মনে করি।’’

এম এম কালবুর্গির মতো তাঁকেও খুন করা হবে বলে যে টুইট-হুমকি এসেছে, সে প্রসঙ্গে কারনাড বলেন, ‘‘সৌভাগ্যবশত আমি ফেসবুক বা টুইটারে নেই। তাই হুমকির কথা আমি জানি না।’’ তবে হুমকিকে তিনি গুরুত্ব দিচ্ছেন না বলেও এ দিন কারনাড জানিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন