দাউদ-খাড়সে

দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর কখনও কথা হয়নি বলে আগেই দাবি করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন রাজস্বমন্ত্রী একনাথ খাড়সে। বুধবার তাতেই সিলমোহর দিল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ১০:০২
Share:

দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর কখনও কথা হয়নি বলে আগেই দাবি করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন রাজস্বমন্ত্রী একনাথ খাড়সে। বুধবার তাতেই সিলমোহর দিল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা। মে মাসে মণীশ বাঙ্গালে নামে বডোদরার এক যুবক দাবি করেন, তিনি খাড়সের ফোন হ্যাক করে জেনেছেন, ওই মন্ত্রীর সঙ্গে একাধিক বার কথা হয়েছে দাউদের। মণীশের জমা দেওয়া নথি ও মন্ত্রীর কললিস্ট খতিয়ে দেখে বুধবার তদন্তকারী দল জানিয়েছে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement