Yogi Adityanath

Yogi Adityanath: অযোধ্যায় রাম মন্দির তৈরির পর কাশী-মথুরা জাগছে, বললেন আদিত্যনাথ

যোগীর দাবি, রামনবমী এবং হনুমান জয়ন্তী শান্তিতে পালন করেছেন ভক্তরা। ইদের অনুষ্ঠানও ভালোয় ভালোয় কেটেছে। এখন নমাজ আর রাস্তায় পড়া হয় না।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১২:৪১
Share:

আদিত্যনাথের দাবি, তাঁর রাজ্যে কোনও ধর্মীয় হিংসা বা ভেদাভেদ নেই। ফাইল চিত্র।

অযোধ্যায় রাম মন্দির তৈরির পর মথুরা, বৃন্দাবন, বিন্ধ্যবাসিনী ধাম— সবাই জেগে উঠেছে। সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। রবিবার কাশী বিশ্বনাথ মন্দির করিডরের উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, উত্তরপ্রদেশ রাজ্যে ধর্মীয় হিংসার ঘটনা নেই। সবাই মিলেমিশে আছেন।

Advertisement

আদিত্যনাথের কথায়, ‘‘রামনবমী এবং হনুমান জয়ন্তী শান্তিতে পালন করেছেন ভক্তরা। সম্প্রতি ইদের অনুষ্ঠানও ভালয় ভালয় কেটেছে। নমাজ আর রাস্তায় পড়া হয় না। কিন্তু তাতে কোনও সমস্যা হয়নি।’’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘‘নমাজের জন্য মসজিদ আছে। সেখানে যে যার ধর্মাচারণ করুন। কিন্তু রাস্তায় নয়।’’ কাশী বিশ্বনাথ মন্দির করিডরের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করতে শোনা যায় আদিত্যনাথকে। বলেন, ‘‘এ সব কাজ সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির জন্য।’’

প্রতিদিন লাখখানেক দর্শনার্থীকে সুবিধা করে দিতে কাশী বিশ্বনাথ মন্দিরে নতুন করিডরের উদ্বোধন করেন আদিত্যনাথ। সেখানে তিনি বলেন, ‘‘অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শুরু হওয়ার পর, কাশী জেগে উঠছে। মথুরা, বৃন্দাবন, বিন্ধ্যবাসিনী ধাম, নৈমিষ ধামের মতো সমস্ত তীর্থস্থান আবার জেগে উঠছে। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে আরও এগিয়ে যেতে হবে।’’

Advertisement

আবার, মসজিদ এবং অন্যান্য ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার বিষয়ে আদিত্যনাথকে শব্দদূষণ নিয়ে সজাগ করতে শোনা গিয়েছে। বলেন, ‘‘কী ভাবে অপ্রয়োজনীয় শব্দ থেকে পরিবেশকে মুক্ত রাখা যায়, তাতে সবার নজর দেওয়া উচিত।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন