National news

বিমানে বসে এ বার কথা বলতে পারবেন মোবাইলে

১৪ ডিসেম্বর নোটিশ দিয়ে জানিয়েছে মোবাইল ফোনের সার্ভিস প্রভাইডার এবং বিমান সংস্থাগুলো। বিমানের পাশাপাশি মাঝ সমুদ্রেও এই সুবিধা পাবেন যাত্রীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৭
Share:

প্রতীকী ছবি।

খুব তাড়াতাড়ি বিমানের মধ্যেই ফোনে কথা বলতে পারবেন। চট করে জরুরি বিষয় সার্চ করে নিতে পারবেন ইন্টারনেটে। ১৪ ডিসেম্বর নোটিশ দিয়ে জানিয়েছে মোবাইল ফোনের সার্ভিস প্রভাইডার এবং বিমান সংস্থাগুলো। বিমানের পাশাপাশি মাঝ সমুদ্রেও এই সুবিধা পাবেন যাত্রীরা।

Advertisement

নোটিসে জানানো হয়েছে, ফ্লাইট এবং মেরিটাইম কানেক্টিভিটি রুল, ২০১৮ নামে এই নির্দেশিকায় দেশীয় ও দেশের বাইরেও বিমান সংস্থা এবং শিপিং কোম্পানি ভয়েস এবং ডেটা ব্যবহারের সুবিধা পাবে ভারতের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত টেলিকম অপারেটররা। তবে আপাতত শুধুমাত্র ভারতের মধ্যেই এই সুবিধা পাবেন।

টেলিকম সংস্থা সূত্রে খবর, সে ক্ষেত্রে নীচের মোবাইল নেটওয়ার্ক মাঝ আকাশে কাজ করবে না। দেশি এবং বিদেশি স্যাটেলাইট মোবাইলের সঙ্গে মোবাইলের সংযোগ করবে। বিমান ভূপৃষ্ঠ থেকে ৩০০০ মিটার উপরে উঠলে তবেই এই সুযোগ নিতে পারবেন যাত্রীরা।

Advertisement

আরও পড়ুন: কাস্টমার কেয়ারেও জালিয়াতদের ভূত, ফোন করে টাকা খোয়াচ্ছেন ব্যাঙ্ক গ্রাহকরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement