Digital Arrest

দু’সপ্তাহ ‘ডিজিটাল’ গ্রেফতার করে রাখা হল দিল্লির চিকিৎসক দম্পতিকে! ১৫ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা

পুলিশ জানিয়েছে, ওই দম্পতির নাম ওম তানেজা এবং ইন্দিরা তানেজা। তাঁরা প্রবাসী ভারতীয়। ৪৮ বছর আমেরিকাতেই বসবাস করেছেন এই দম্পতি। কাজ করেছেন রাষ্ট্রপুঞ্জের সঙ্গেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:১২
Share:

দিল্লির তানেজা দম্পতি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে ১৫ কোটি টাকা খোয়ালেন দিল্লির এক চিকিৎসক দম্পতি। ১৭ দিন ধরে ওই দম্পতিকে ‘ডিজিটাল’ গ্রেফতার করে রাখা হয়েছিল বলে অভিযোগ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই দম্পতির নাম ওম তানেজা এবং ইন্দিরা তানেজা। তাঁরা প্রবাসী ভারতীয়। ৪৮ বছর আমেরিকাতেই বসবাস করেছেন এই দম্পতি। কাজ করেছেন রাষ্ট্রপুঞ্জের সঙ্গেও। অবসরের পর ২০১৫ সালে দিল্লিতে ফিরে আসেন তানেজা দম্পতি। একটি সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা।

অভিযোগ, গত বছরের ২৪ ডিসেম্বর ওই দম্পতির কাছে ফোন আসে। এক ব্যক্তি নিজেকে ইডি অফিসার হিসাবে পরিচয় দেন। তানেজা দম্পতি জানিয়েছেন, ফোনের ওপারের ওই ‘ইডি অফিসার’ দাবি করেন তাঁদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ জমা পড়েছে। শুধু তা-ই নয়, দম্পতিকে বলা হয়, তাঁরা জঙ্গি সংগঠনে অর্থ বিনিয়োগ করেছেন। এই কথা শোনার পর দম্পতি হতচকিত হয়ে যান। তাঁরা দাবি করেন, এমন কোনও ঘটনার সঙ্গে জড়িত নন। কিন্তু ওই অফিসার তাঁদের ক্রমাগত হুমকি দিতে থাকেন। সেইসঙ্গে দাবি করেন, যদি তাঁর দাবিমতো টাকা দেওয়া হয়, তা হলে এই অভিযোগ তুলে নেওয়া হবে। না হলে বাড়ি থেকে তাঁদের তুলে নিয়ে আসা হবে।

Advertisement

এই ধরনের হুমকি শোনার পর বেশ ঘাবড়ে গিয়েছিলেন দম্পতি। ফাঁদে পড়েছে বুঝতে পেরে এ বার আরও আষ্টেপৃষ্ঠে ফাঁদে ফেলার কাজ শুরু করে সাইবার অপরাধীরা। ২৪ ডিসেম্বর থেকে নানা ভাবে ফোনে হুমকি দেওয়া শুরু হয়। দম্পতির অভিযোগ, তাঁদের কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করা হয়। কখনও দু’কোটি টাকা, কখনও তিন কোটি, এ ভাবে ১৭ দিন ধরে ‘ডিজিটাল’ গ্রেফতার করে বৃদ্ধ দম্পতির কাছ থেকে ১৪ কোটি ৮৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement