Operation Sindoor

‘আগুন জ্বালাল ভারত’! জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাক সেনা পেল ‘প্রতিশোধের অধিকার’

রাষ্ট্রপুঞ্জ সনদের ৫১ অনুচ্ছেদ উদ্ধৃত করে, পাক এনএসসি বলেছে, ‘‘নিরপরাধ পাকিস্তানিদের প্রাণহানি এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিশোধ নেওয়া এবং আত্মরক্ষার অধিকার রয়েছে আমাদের।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৫:৫৮
Share:

পাক জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। ছবি: সংগৃহীত।

সময় এবং সুযোগমতো ‘অপারেশন সিঁদুরে’র জবাব দেবে পাক ফৌজ। মঙ্গলবার দুপুরে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের উপস্থিতিতে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে এ বিষয়ে সেনাকে পূর্ণ ক্ষমতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জ সনদের ৫১ অনুচ্ছেদ উদ্ধৃত করে, পাক এনএসসি বলেছে, ‘‘নিরপরাধ পাকিস্তানিদের প্রাণহানি এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিশোধ নেওয়া এবং আত্মরক্ষার অধিকার রয়েছে আমাদের।’’

Advertisement

বৈঠকের পরে পাক এনএসসির বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারত এই অঞ্চলে আবার একটি আগুন জ্বালাল।’’ ইসলামাবাদের অভিযোগ, বিনা প্ররোচনায় আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ভারত। এ জন্য নয়াদিল্লিকে আন্তর্জাতিক মঞ্চে জবাবদিহি করতে হবে বলেও এনএসসির হুঁশিয়ারি। সেইসঙ্গে পাক অধিকৃত কাশ্মীর এবং পঞ্জাবের ন’টি স্থানে সন্ত্রাসবাদীদের শিবিরের উপস্থিতিকে ‘কাল্পনিক’ বলেছে প্রধানমন্ত্রী শাহবাজ়ের নেতৃত্বাধীন কমিটি। ইসলামাবাদের অভিযোগ, হামলা হয়েছে সাধারণ পাক নাগরিকদের উপর!

ভারতীয় বায়ুসেনার হামলার জবাব দেওয়ারও স্পষ্ট বার্তা রয়েছে পাক জাতীয় নিরাপত্তা কমিটির বিবৃতিতে। বলা হয়েছে, ‘‘এর পরবর্তী পরিণতির দায়ভার সরাসরি ভারতের উপর বর্তাবে।’’ প্রসঙ্গত, পহেলগাঁও হত্যাকাণ্ডের এক সপ্তাহ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২৯ এপ্রিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, নৌ এবং বায়ুসেনা) প্রধানদের সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদী এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছিলেন সেনাকে। এ বার ভারতের বিরুদ্ধে পদক্ষেপের জন্য জেনারেল আসিম মুনিরের বাহিনীকে পূর্ণ ক্ষমতা দিলেন শাহবাজ়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement