Nurse Found Dead

হরিদ্বারে হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ! খুন করা হয়েছে, অভিযোগ পরিবারের

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সালোনি সিংহ। হরিদ্বারের জামালপুরের একটি হাসপাতালের নার্স ছিলেন তিনি। কাজের মধ্যেই দু’ঘণ্টার জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০১
Share:

হাসপাতাল থেকে নার্সের দেহ উদ্ধার। প্রতীকী ছবি।

উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতালের শৌচাগার থেকে এক নার্সের দেহ উদ্ধারের ঘটনায় রহস্য বাড়ছে। পরিবারের অভিযোগ, তাঁদের কন্যাকে খুন করা হয়েছে। শুক্রবার নার্সের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সালোনি সিংহ। হরিদ্বারের জামালপুরের একটি হাসপাতালের নার্স ছিলেন তিনি। কাজের মধ্যেই দু’ঘণ্টার জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। তার পর হাসপাতালের শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ঘটনাটি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সালোনির পরিবারের অভিযোগ খণ্ডন করেছেন। পাল্টা তাঁদের দাবি, শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে নার্সের দেহ উদ্ধার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এটি কোনও আত্মহত্যা বা খুনের ঘটনা নয়। শরীরে কোনও আঘাতেরও চিহ্ন মেলেনি। তবে তরুণীর পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে। তাঁর বাবা পূরণ সিংহ বলেন, ‘‘হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে মিথ্যা কথা বলছেন। আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমার মেয়েকে খুন করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement