Suicide Attempt

প্রেমে প্রত্যাখ্যানের পরে ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ফাঁসের অভিযোগ! আত্মহত্যার চেষ্টা ওড়িশার তরুণীর

তরুণী অন্য এক জনের সঙ্গে প্রেম করছেন, এই সন্দেহে সম্প্রতি যুবক তাঁকে মারধর করেন বলে অভিযোগ। ওই ঘটনায় গ্রেফতারও হন তিনি। পরে জামিন পেয়ে তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২১:৪৯
Share:

আত্মহত্যার চেষ্টা ওড়িশার ছাত্রীর। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ব্যক্তিগত মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় আত্মহত্যার চেষ্টা এক তরুণীর। ঘটনাটি ঘটেছে ওড়িশার নবরঙ্গপুর জেলায়। অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত এক যুবক সম্প্রতি ওই তরুণীর কিছু ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। এর পরেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন দ্বিতীয় বর্ষের ওই নার্সিং পড়ুয়া।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আগে থেকেই ওই তরুণীর সঙ্গে ঝামেলা চলছিল অভিযুক্তের। তরুণী অন্য এক জনের সঙ্গে প্রেম করছেন, এই সন্দেহে ওই যুবক তাঁকে মারধর করেন বলে অভিযোগ। গত ১২ জুলাইয়ের ওই ঘটনার পরে গ্রেফতারও হয়েছিলেন যুবক। পরে আদালত থেকে জামিন পেয়ে যান। এর পরেই গত ১৭ জুলাই অভিযুক্ত যুবক ওই তরুণীর ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ। ওই ছবি এবং ভিডিয়োগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তরুণী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে স্থানীয় এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

এ বিষয়ে নবরঙ্গপুর জেলার পুলিশ সুপার সন্দীপ সম্পতের সঙ্গে ফোনে যোগাযোগ করে সংবাদ সংস্থা পিটিআই। তিনি জানান, ওই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। সম্প্রতি একের পর এক ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছে ওড়িশা। বালেশ্বরের এক কলেজে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এক ছাত্রী। ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু বাঁচানো যায়নি। পরে পুরীতেও এক কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এক দল যুবকের বিরুদ্ধে। ওই কিশোরীও গুরুতর দগ্ধ অবস্থায় দিল্লি এমসে চিকিৎসাধীন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement