National News

প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে হ্যাকার হানা

চলতি বছরের গোড়ার দিকে সরকারের তরফে লোকসভায় জানানো হয়, গত ৪ বছরে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের অন্তত ৭০০টি ওয়েবসাইটে হানা দিয়েছে হ্যাকাররা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ১৮:২২
Share:

প্রতীকী ছবি।

হ্যাকারদের হানা এ বার খোদ ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সরকারি ওয়েবসাইটেই।

Advertisement

ওয়েবসাইটের হোম পেজ খুললেই দেখা যাচ্ছে, চিনা ভাষায় বিভিন্ন লেখাপত্র। চিনেরই কিছু হ্যাকার ওই হানাদারি চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে টুইটে লেখা হয়েছে, ‘‘মন্ত্রকের ওয়েবসাইট সংক্রান্ত বিষয়টির উপর কড়া নজর রাখা হচ্ছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, শীঘ্রই ওই ওয়েবসাইটকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।

টুইট করে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ‘‘বলা নিষ্প্রয়োজন, আগামী দিনে যাতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

মন্ত্রক সূত্রের খবর, যে সংস্থার হাতে রয়েছে সবক’টি সরকারি ওয়েবসাইট দেখভালের দায়িত্ব, সেই ‘ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার’কে এই ঘটনার তদন্ত করতে বলা হয়েছে।

চিন ও পাকিস্তান, এই দু’টি দেশকে মোকাবিলার যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ভারতীয় বিমানবাহিনীর তরফে ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রতিরক্ষা মন্ত্রকের সরকারি ওয়েবসাইটে এই হ্যাকার-হানাদারির ঘটনা ঘটল।

আরও পড়ুন- চিনা পণ্য ঠেকাতে বাড়তি শুল্ক! বাণিজ্য যুদ্ধে ট্রাম্প​

আরও পড়ুন- প্রতিরক্ষায় ভারতের চার গুণ বরাদ্দ করল চিন​

এর আগে দেশের সরকারি ওয়েবসাইটগুলির কয়েকটির উপর এই ধরনের হ্যাকার-হানাদারির ঘটনা ঘটেছিল। যার সঙ্গে পাকিস্তানি হ্যাকারদের যোগসাজশ ছিল বলে অনেকেরই সন্দেহ। এ বছরের জানুয়ারিতে ওই হ্যাকার-হানা হয়েছিল দেশের জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি)-দের সরকারি ওয়েবসাইটের উপর। সেই ওয়েবসাইট ভরিয়ে দেওয়া হয়েছিল ভারত-বিরোধী ব্যানার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কটু মন্তব্য দিয়ে।

চলতি বছরের গোড়ার দিকে সরকারের তরফে লোকসভায় জানানো হয়, গত ৪ বছরে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের অন্তত ৭০০টি ওয়েবসাইটে হানা দিয়েছে হ্যাকাররা।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের সরকারি ওয়েবসাইটগুলির নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই যথেষ্ট ফাঁক রয়েছে। তাই বার বার হ্যাকার-হানার ঘটনা ঘটছে দেশের সরকারি ওয়েবসাইটগুলির উপর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন