লকডাউন উঠলে পরীক্ষা: আইসিএসই

লকডাউন উঠে যাওয়ার পরে পরীক্ষার দিন ঘোষণা করা হবে এবং সেই ঘোষণার পরে প্রস্তুতির জন্য পরীক্ষার্থীরা আট দিন সময় পাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২০ ০৪:৪৪
Share:

প্রতীকী ছবি

লকডাউনের জন্য বন্ধ হয়ে যাওয়া আইসিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির বাকি সব পরীক্ষাই নেওয়া হবে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে আইসিএসই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন জানান, দশম শ্রেণির বাকি ছ’টি বিষয় এবং দ্বাদশ শ্রেণির বাকি আটটি বিষয়ে পরীক্ষা হবে। লকডাউন উঠে যাওয়ার পরে পরীক্ষার দিন ঘোষণা করা হবে এবং সেই ঘোষণার পরে প্রস্তুতির জন্য পরীক্ষার্থীরা আট দিন সময় পাবে। শনি ও রবিবার-সহ ছয় থেকে আট দিনের মধ্যে ওই পরীক্ষা শেষ হবে। কবে কোন পরীক্ষা হবে, তা স্কুলের প্রি ক্ষা শেষ হওয়ার ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হবে। তার আগে স্কুলগুলি একাদশ শ্রেণির অস্থায়ী ভর্তি প্রক্রিয়া শুরু করে দিতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। লকডাউনের মধ্যে সিলেবাস অনুযায়ী অনলাইন ক্লাস অব্যাহত রাখতেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement