WB Police Recruitment 2026

রাজ্য পুলিশে চাকরি শুরু হতে পারে কনস্টেবল হিসাবে! কী ভাবে তৈরি করতে হবে নিজেকে?

সরকারি বা সরকার পোষিত বিদ্যালয় থেকে দশম শ্রেণি পাশ করলে কনস্টেবল পদে আবেদন করা যায়। বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হয়। প্রার্থীকে ভারতের নাগরিক হতে হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৪:৪৯
Share:

পুলিশ কনস্টেবল হওয়ার খুঁটিনাটি। ছবি: এআই।

রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার ভার পুলিশের হাতে। এ জন্য প্রয়োজন দক্ষতা, ধৈর্য এবং কঠোর অনুশীলনের। পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পদ্ধতি, যোগ্যতা, প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

Advertisement

যোগ্যতা

সরকারি বা সরকার পোষিত বিদ্যালয় থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হলেই কনস্টেবল পদে আবেদন করা যায়। বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হয়। প্রার্থীকে ভারতের নাগরিক হতে হয়।

Advertisement

বয়ঃসীমা

সাধারণ বিভাগের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছর। তফশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর।

শারীরিক যোগ্যতা—

সাধারণ বিভাগের পুরুষদের ক্ষেত্রে ১৬৭ সেন্টিমিটার উচ্চতা এবং গোর্খা, রাজবংশী, গাঢ়ওয়ালি ও এসটি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ১৬০সেন্টিমিটার উচ্চতা থাকতে হয়। সাধারণ বিভাগের মহিলাদের ক্ষেত্রে উচ্চতা১৬০ সেন্টিমিটার। গোর্খা, রাজবংশী, গাঢ়ওয়ালি এবং এসটি মহিলা প্রার্থীদেরক্ষেত্রে ১৫২ সেন্টিমিটার থাকতে হয়।

নিয়োগ প্রক্রিয়া—

পশ্চিমবঙ্গে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে অনেকগুলিধাপ রয়েছে। প্রথমে প্রার্থীকে এক ঘণ্টার মোট ১০০ নম্বরের প্রিমিলিনারি পরীক্ষা দিতে হয়। এর পর, পুরুষদের ক্ষেত্রে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০মিটার এবং মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়নোর, শারীরিক মাপকাঠির (পিএমটি) এবং দক্ষতার (পিইটি) পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা পাশের পর প্রার্থীকে ১ ঘণ্টার ৮৫ নম্বরের মূল পরীক্ষা দিতে হয়। এর পর প্রার্থীকে ইন্টারভিউ রাউন্ড অতিক্রম করতে হবে। মূলত সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলি, প্রাথমিক গণিত,ইংরেজি, যৌক্তিক বিশ্লেষণের উপর প্রশ্নপত্র তৈরি করা হয়।

প্রার্থীর শারীরিক ভাবে সুস্থ ও কঠোর পরিশ্রমী হতে হয়। পরীক্ষার সময় প্রার্থী কোনও রকম ডিজিটাল গ্যাজেট রাখতে পারেন না। শুধুমাত্র পেন এবং পেনসিল রাখা যায়। প্রার্থীর শারীরিক পরীক্ষার সময় শুধুমাত্র এক বার সুযোগ দেওয়া হয়। একটি বিশেষ ডিভাইসের মাধ্যমে প্রার্থীর শারীরিক পরীক্ষার সময় নথিভুক্ত করা হয়।

এই পরীক্ষাগুলি উত্তীর্ণ হতে পারলে শুরু হবে প্রশিক্ষণ। সব শেষে কনস্টেবল হিসাবে নিয়োগ করা হয় প্রার্থীকে।

বেতন

ষষ্ঠ বেতন কমিশন অনুয়ায়ী প্রাথমিক ভাবে প্রতি মাসে প্রায় ২২,৭০০ টাকা এবং পদোন্নতির পর ৫৮,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। যদিও সরকারি নিয়ম অনুয়ায়ী এটি পরিবর্তন হতে পারে।

আবেদন প্রক্রিয়া—

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (ডবলুবিপিআরবি)-এর তরফে শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (ডবলুবিপিআরবি)-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement