Rape in Hospital

উত্তরপ্রদেশে হাসপাতালের মধ্যেই রোগীকে ইঞ্জেকশন দিয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগ! ধৃত এক

লরামপুরের পুলিশ সুপার বিকাশ কুমারের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযুক্তের খোঁজ শুরু করে। সেই অভিযানেই ধরা পড়েন অভিযুক্ত। তাঁকে জেরা করে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন পুলিশকর্মীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৬:১২
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রোগীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক হাসপাতালে। উত্তরপ্রদেশের বলরামপুর জেলায় ভর্তি ছিলেন নির্যাতিতা। অভিযোগ, গত শনিবার ভোরে হাসপাতালেরই এক কর্মী তাঁকে অচেতন করে ধর্ষণ করেন। ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

প্রাথমিক অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদের পরে পুলিশের অনুমান, শনিবার ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই সময় নির্যাতিতাকে ঘুমের ইঞ্জেকশন দেন অভিযুক্ত হাসপাতালকর্মী। এর পরে মহিলা অচেতন হয়ে পড়লে অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেন। জ্ঞান ফেরার পরে নির্যাতিতা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু তত ক্ষণে অভিযুক্ত হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন।

পরে স্থানীয় থানার অভিযোগ জানান নির্যাতিতা। তাঁর বয়ানের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে পুলিশ। বলরামপুরের পুলিশ সুপার বিকাশ কুমারের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযুক্তের খোঁজ শুরু করে। সেই অভিযানেই ধরা পড়েন অভিযুক্ত। তাঁকে জেরা করে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন পুলিশকর্মীরা। ঘটনার পর থেকে গত দু’দিনে হাসপাতাল কর্তৃপক্ষ এবং অন্য কর্মীদের সঙ্গে কথা বলে ইতিমধ্যে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে পুলিশ। নির্যাতিতার বয়ানও সংগ্রহ করেছে। এ বার অভিযুক্তকে জেরা করে ওই তথ্য মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা।

Advertisement

গত বছরের অগস্টেই উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক দলিত নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছিল চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত চিকিৎসক-সহ তিন জনকে গ্রেফতারও করা হয়েছিল। এ বার ফের ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক হাসপাতালে। শনিবারের ওই ঘটনায় হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়া রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তরপ্রদেশের জনতার মনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement