দক্ষিণ মুম্বইয়ের একটি বহুতলের পাঁচিল ভেঙে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। গিরগামের জেএসএস রোডের কাছে মোহন আবাসনে মঙ্গলবার ঘটনাটি ঘটে। সে সময় সেখানে বিদ্যুতের তার টানার কাজ হচ্ছিল। দুর্ঘটনায় জখম হন ওয়ামান নেরুরকার (৩৫) নামে এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।