Poison Consumption

প্রেমিকার বাড়ির ‘চাপে’ ভালবাসার প্রমাণ দিতে গিয়ে বিষ খেলেন যুবক! হাসপাতালে ভর্তি করানোর পর মৃত্যু

প্রেমিকার বাড়ির লোকেদের ‘চাপের মুখে’ কৃষ্ণকুমার বিষ খেয়ে ফেলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় যুবকের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ২২:২২
Share:

ছত্তীসগঢ়ের কোরবায় বিষ খেয়ে মৃত্যু যুবকের। —প্রতীকী চিত্র।

প্রেমিকার পরিবারের কাছে ভালবাসার ‘প্রমাণ’ দিতে গিয়েছিলেন ছত্তীসগঢ়ের এক যুবক। প্রেমিকার বাড়ি থেকে বলা হয়েছিল, মেয়েকে ভালবাসলে ‘বিষ’ খেয়ে দেখাও। সেই প্রমাণ দিতে গিয়েই বিষ খেয়ে মৃত্যু হয় প্রেমিকের। মৃত যুবকের নাম কৃষ্ণকুমার পান্ডো (২০)। ছত্তীসগঢ়ের কোরবা জেলার ওই ঘটনায় ইতিমধ্যে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

ঘটনাটি ঘটেছে গত ২৫ সেপ্টেম্বর। কোরবার দেওপাহাড়ি গ্রামের বাসিন্দা পান্ডোর সঙ্গে প্রেম ছিল সোনারি গ্রামের বাসিন্দা এক তরুণীর। সম্প্রতি তাঁদের সম্পর্কের কথা জেনে যায় ওই তরুণীর পরিবার। গত ২৫ সেপ্টেম্বর কৃষ্ণকুমারকে নিজেদের বাড়িতে ডেকে পাঠান তরুণীর পরিবারের সদস্যেরা। অভিযোগ, ওই সময়েই তরুণীর পরিবার কৃষ্ণকুমারকে বিষ খেতে বাধ্য করা হয়। তিনি সত্যিই তরুণীকে ভালবাসেন কি না, তার প্রমাণ দিতে কৃষ্ণকুমারকে বিষ খেতে বলা হয় বলে অভিযোগ।

প্রেমিকার বাড়ির লোকেদের ‘চাপের মুখে’ কৃষ্ণকুমার বিষ খেয়ে ফেলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত ৮ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় যুবকের। ওইঘটনায় কৃষ্ণকুমারের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এফআইআর রুজু করেছে স্থানীয় থানার পুলিশ।

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পরিবারের চাপের কারণে বিয়ে করতে না-পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এক যুগল। ওই ঘটনায় যুবকের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁর প্রেমিকাকে। ওই ঘটনার পরে এ বার প্রেমিকার বাড়ির ‘চাপের মুখে’ বিষ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটল ছত্তীসগঢ়ের কোরবায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement