হাতির হানায় মৃত্যু

হাতির হানায় গুয়াহাটিতে এক ব্যক্তির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে সাত মাইল এলাকায়। পুলিশ ও এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গত কাল ১০-১২টি হাতির একটি দল আমসিং অভয়ারণ্য থেকে বের হয়ে এসে জোড়াবাট, সাত মাইল এলাকার মধ্যে ঘুরছে। তাদের তাড়াতে গিয়ে ইতিমধ্যে ৯ জন জখম হয়েছেন। তারা ৫টি বাড়িও ভেঙেছে। গত রাতে, হাতির পালের সামনে পড়ে রামেশ্বর রায় নামে এক ব্যক্তির মৃত্যু হয়। বনকর্মীরা হাতির দলটিকে তাড়াবার চেষ্টা চালাচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০৩:২৩
Share:

হাতির হানায় গুয়াহাটিতে এক ব্যক্তির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে সাত মাইল এলাকায়। পুলিশ ও এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গত কাল ১০-১২টি হাতির একটি দল আমসিং অভয়ারণ্য থেকে বের হয়ে এসে জোড়াবাট, সাত মাইল এলাকার মধ্যে ঘুরছে। তাদের তাড়াতে গিয়ে ইতিমধ্যে ৯ জন জখম হয়েছেন। তারা ৫টি বাড়িও ভেঙেছে। গত রাতে, হাতির পালের সামনে পড়ে রামেশ্বর রায় নামে এক ব্যক্তির মৃত্যু হয়। বনকর্মীরা হাতির দলটিকে তাড়াবার চেষ্টা চালাচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement