Train

উপর দিয়ে চলে গেল ট্রেন, তবুও অক্ষত শিশু! দেখুন ভিডিয়ো...

সম্প্রতি ভাইরাল হয়েছে ওই ভিডিয়োটি। সেখানে দেখা যাচ্ছে, রেললাইনের দিকে তাকিয়ে রয়েছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা।

Advertisement

সংবাদ সংস্থা

মথুরা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ২০:১১
Share:

অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে শিশুটিকে।

এ যেন, ‘রাখে হরি মারে কে’ অবস্থা! সোমবার উত্তরপ্রদেশের মথুরা স্টেশনে রেল ট্র্যাকে আটকে পড়া এক বছরের একটি শিশুর উপর দিয়ে চলে গেল ট্রেন। যদিও অক্ষত অবস্থাতেই উদ্ধার করা হয়েছে ওই শিশুটিকে।

Advertisement

সম্প্রতি ভাইরাল হয়েছে ওই ভিডিয়োটি। সেখানে দেখা যাচ্ছে, রেললাইনের দিকে তাকিয়ে রয়েছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। ট্রেনটি চলে যেতেই এক ব্যক্তি রেললাইন থেকে উদ্ধার করেন এক বছরের একটি শিশুকে। তার পর শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেন তিনি।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে ট্রেন থেকে নামার সময় ঠেলাঠেলির জেরে মায়ের কোল থেকে রেললাইনে পড়ে যায় শিশুটি। তখনই ট্রেন ছেড়ে দেয়। ঘটনায় শিউরে ওঠেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরাও। বাচ্চাটি অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ার পর স্বস্তি মেলে।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে ট্রেন থেকে নামার সময় ঠেলাঠেলির জেরে মায়ের কোল থেকে রেললাইনে পড়ে যায় শিশুটি। তখনই ট্রেন ছেড়ে দেয়। ঘটনায় শিউরে ওঠেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরাও। বাচ্চাটি অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ার পর স্বস্তি মেলে।

আরও পড়ুন: আগামী নির্বাচনে লড়বেন না, জানিয়ে দিলেন সুষমা স্বরাজ​

আরও পড়ুন: আপনারা শুনানির যোগ্য নন, তথ্য ফাঁসে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট বলল অলোক-আস্থানা শিবিরকে​

এই ঘটনার দু’দিন আগেই অন্ধ্রপ্রদেশে ঘটেছিল একই রকমের ঘটনা। সেখানে চলন্ত মালগাড়ির তলায় আটকে পড়েও প্রাণে বেঁচেছেন এক ব্যক্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন