OpenAI in India

ভারতে নতুন ডেটা সেন্টার খুলছে চ্যাটজিপিটির সংস্থা ওপেনএআই! কোন শহরে? সেপ্টেম্বরেই কি ঘোষণা

মাইক্রোসফ্‌ট সমর্থিত সংস্থা ওপেনএআই সম্প্রতি ভারতে আইনি নথিভুক্তিকরণ সম্পন্ন করেছে। চলতি বছরের শেষের দিকে এ দেশে তাদের প্রথম অফিস খুলবে। তার আগে প্রকাশ্যে এল ডেটা সেন্টারের পরিকল্পনাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩২
Share:

ভারতে নতুন ডেটা সেন্টার খোলার পরিকল্পনা করেছে ওপেনএআই। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতে নতুন ডেটা সেন্টার খুলতে চলেছে চ্যাটজিপিটি-র প্রধান সংস্থা ওপেনএআই। ওই সেন্টারের ধারণক্ষমতা হতে পারে কমপক্ষে এক গিগাওয়াট। অজ্ঞাত সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ। তাদের দাবি, নতুন ডেটা সেন্টার খোলার জন্য স্থানীয় অংশীদারের খোঁজও শুরু করে দিয়েছে ওপেনএআই। তবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি।

Advertisement

মাইক্রোসফ্‌ট সমর্থিত সংস্থা ওপেনএআই সম্প্রতি ভারতে আইনি নথিভুক্তিকরণ সম্পন্ন করেছে। নয়াদিল্লিতে চলতি বছরের শেষের দিকে তাদের প্রথম অফিস খুলবে। অগস্টেই সংস্থার তরফে তা জানিয়ে দেওয়া হয়েছে। ব্যবহারকারীর নিরিখে ভারত ওপেনএআইয়ের দ্বিতীয় বৃহত্তম বাজার। তাই এই দেশকে গুরুত্ব দিয়ে দেখছে মার্কিন সংস্থাটি। ডেটা সেন্টার খোলার সিদ্ধান্ত থেকেও তা স্পষ্ট হল।

ভারতে ডেটা সেন্টার খুলে, দফতর প্রতিষ্ঠা করে মূলত এশিয়ার বাজারকে ধরতে চাইছে ওপেনএআই। এই সংস্থার সদর দফতর রয়েছে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করে।

Advertisement

ভারতে ডেটা সেন্টার খোলার ইঙ্গিত মিললেও কোন শহরকে তার জন্য বেছে নেওয়া হচ্ছে, কর্তৃপক্ষের পরিকল্পনা কী, তা এখনও স্পষ্ট নয়। ব্লুমবার্গ জানিয়েছে, সেপ্টেম্বর মাসেই ভারতে আসতে পারেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্‌টম্যান। তখন তিনি বড় ঘোষণা করতে পারেন। ডেটা সেন্টারের বিষয়টিও স্যামের ভারত সফরে স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিকে আলাদা মাত্রা দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে ‘স্টারগেট’ প্রকল্পের ঘোষণা করেছিলেন। এর মাধ্যমে শুধু আমেরিকাতেই ২০টি বড় এআই ডেটা সেন্টার খোলার কথা বলা হয়েছিল। প্রাথমিক ভাবে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের কথা বলেছিলেন ট্রাম্প। ২০২৯ সালের মধ্যে এই প্রকল্পের বরাদ্দ গিয়ে দাঁড়়াবে পাঁচ হাজার কোটি ডলার। এআই পরিকাঠামো গড়ে তোলার জন্য এই অর্থ ব্যয় করা হবে। ওপেনএআই ছাড়াও এই প্রকল্পের খরচ বহন করবে সফ্‌টব্যাঙ্ক এবং ওরাক্‌ল-এর মতো সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement